বাংলা হান্ট ডেস্কঃ জুন মাসের শেষ থেকে রাজ্যজুড়ে বৃষ্টি শুরু হয়েছে। উত্তরে আগেই বর্ষণ শুরু হয়েছিল, সপ্তাহখানেক আগে থেকে দক্ষিণবঙ্গে (South Bengal Weather) শুরু হয়েছে ‘খেল’। আবহাওয়া দফতর জানাচ্ছে, মৌসুমী বায়ু সক্রিয় হয়ে ওঠায় টানা বৃষ্টিতে ভিজছে বঙ্গ। যার প্রভাবে আবার কমছে আবহাওয়ার পারদ। কতদিন থাকবে এমন আবহাওয়া? এবার এই নিয়ে আপডেট (Weather Update) দিল হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানা যাচ্ছে, দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশে মেঘের আনাগোনা থাকবে। আগামী শনিবার অবধি ভালোরকম বৃষ্টিপাতের সম্ভাবনা (South Bengal Weather) রয়েছে। বাংলাদেশ এবং উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গেও আগামী কয়েকদিন টানা বৃষ্টি (Rainfall Alert) হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
লেটেস্ট পূর্বাভাস বলছে, মৌসুমী অক্ষরেখা সক্রিয় হওয়ার পাশাপাশি বাংলাদেশের ওপর থাকা ঘূর্ণাবর্ত ঘনীভূত হয়ে বঙ্গোপসাগরের দিকে এগোতে শুরু করেছে। এটি নিম্নচাপে পরিণত হতে পারে বলে অনুমান করা হচ্ছে। সেই সঙ্গেই মধ্যপ্রদেশ থেকে মণিপুর অবধি অক্ষরেখা সক্রিয় রয়েছে। যার জেরে রাজ্যজুড়ে মেঘলা আকাশ এবং বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হচ্ছে।
আরও পড়ুনঃ বদলে গেল অফিসে ঢোকার নিয়ম! কড়াকড়ি নির্দেশিকা জারি রাজ্য সরকারের
আবহাওয়া দফতরের আপডেট অনুযায়ী, আগামী শনিবার অবধি আবহাওয়া এমনই থাকবে। শুক্রবারের মধ্যেই রাজ্যের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে। ফলে আগামী কয়েকদিন তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। বৃহস্পতিবার আকাশ আংশিক মেঘলা থাকবে। দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলা বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে। যদি বৃষ্টি না হয় তাহলে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।
আজ বৃষ্টিতে ভিজতে পারে দুই ২৪ পরগণা, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ। শনিবার অবধি আবহাওয়া মোটামুটি একরকমই থাকবে। অন্যদিকে উত্তরবঙ্গের আবহাওয়াও মোটামুটি একই থাকবে। উত্তরের প্রত্যেক জেলায় সপ্তাহজুড়ে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ওখানকার পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সোমবার থেকে উত্তরের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা দুই-ই কমবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।