চাকরির সুযোগ দিচ্ছে IRCTC, শূন্যপদ থাকছে ৩৭টি! কোন কোন বিভাগে নিয়োগ হবে জানেন?

বাংলাহান্ট ডেস্ক : চাকরির সুবর্ণ সুযোগ করে দিচ্ছে কেন্দ্রীয় সংস্থা ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (আইআরসিটিসি) (Indian Railways Catering and Tourism Corporation)। বিজ্ঞপ্তি জারি করে এই সংস্থা সম্প্রতি নিয়োগের ব্যাপারে জানিয়েছে। দুটি ভিন্ন পদে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ (Recruitment) করবে আইআরসিটিসি (Indian Railways Catering and Tourism Corporation)। ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নিয়োগ করা হবে।

লোক নিচ্ছে IRCTC (Indian Railways Catering and Tourism Corporation)

ইচ্ছুক প্রার্থীদের আগে কোথাও পাঠাতে হবে না আবেদন পত্র। হসপিট্যালিটি মনিটর এবং ট্যুরিজ়ম মনিটর পদে এই কর্মী নিয়োগ করবে আইআরসিটিসি (Indian Railways Catering and Tourism Corporation)। হসপিট্যালিটি মনিটর পদে ৩৫টি এবং ট্যুরিজ়ম মনিটর পদে ২টি পদে এই নিয়োগ করা হবে। এই দুটি পদেই দু বছরের জন্য চুক্তিভিত্তিক মোট ৩৭ জনকে নিয়োগ করা হবে। তারপর কর্মীদের পারফরমেন্স ও প্রয়োজন অনুযায়ী এক বছর কাজের সীমা বৃদ্ধি হতে পারে।

আরোও পড়ুন : কলকাতা মেট্রোয় নতুন আপডেট! খুশিতে মাতবে কলকাতবাসী

দুটি পদের জন্যই সর্বোচ্চ ২৮ বছর বয়সী প্রার্থীরা ইন্টারভিউ দিতে যেতে পারেন। তবে বয়সের ক্ষেত্রে ছাড় রয়েছে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য। দুটি পদে নিযুক্ত কর্মীদের মাসিক বেতন দেওয়া হবে ৩০ হাজার থেকে ৩৫ হাজার টাকার মধ্যে। এছাড়াও নিযুক্ত কর্মীরা পাবেন অন্যান্য সুবিধা। পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, অসম বা উত্তর-পূর্ব ভারতের অন্যান্য রাজ্যে দেওয়া হবে পোস্টিং।

আরোও পড়ুন : সাংবাদিককে চড় মারার অভিযোগে আদালতে অরিজিৎ! সেল্ফি তুলতে দৌড়ে এলেন খোদ বিচারক

ট্যুরিজ়মে ব্যাচেলর্স ডিগ্রি থাকা আবশ্যক ট্যুরিজ়ম মনিটর পদের জন্য। এছাড়াও যে কোনও বিষয়ে স্নাতক ডিগ্রির পাশাপাশি যাদের ট্র্যাভেল অ্যান্ড ট্যুরিজ়মে এক বছরের ডিপ্লোমা বা দু’বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি রয়েছে তারাও আবেদন জানাতে পারবেন। ট্যুর অপারেশন বা ট্র্যাভেল এজেন্সি ফার্মে এক বা দু’বছর চাকরির অভিজ্ঞতাও থাকা বাধ্যতামূলক। অন্য আরেকটি পদের জন্য রয়েছে যোগ্যতার ভিন্ন মাপকাঠি।

Recruitment Job opportunities in this central organization only after graduation

কলকাতা এবং পটনা/ হাজিপুরে সংস্থার কার্যালয়ে আয়োজন করা হবে ইন্টারভিউ রাউন্ডের। ইন্টারভিউ হবে আগামী ২২, ২৩, ২৫, ২৬, ৩০ এবং ৩১ জুলাই সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। ইন্টারভিউয়ের দিন ইচ্ছুক প্রার্থীদের নির্দিষ্ট ফরম্যাটে আবেদন পত্র পূরণ করে প্রয়োজনীয় নথি সহ পৌঁছে যেতে হবে নির্দিষ্ট জায়গায়। বিশদ বিবরণের জন্য দেখুন অফিসিয়াল ওয়েবসাইটের বিজ্ঞাপন।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর