আগামী ৩ মাসও মিলবে বাড়তি DA, সরকারি কর্মীদের জন্য বিরাট ঘোষণা করল রাজ্য সরকার

বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা ভোটের আগেই নিয়ম মতো মহার্ঘ ভাতা (Dearness Allowance) বাড়িয়েছে কেন্দ্র সরকার। বর্তমানে ৫০ শতাংশ হারে ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। কেন্দ্রের পথে হেঁটে একাধিক রাজ্য সরকারও সম্প্রতি ডিএ বৃদ্ধি করেছে। কিছুদিন আগেই বাংলার সরকারি কর্মীদের (West Bengal State Government Workers) ফের ৪% হারে মহার্ঘ ভাতা বাড়িয়েছে মমতা সরকার। তবে তাতে চিঁড়ে ভেজেনি।

ডিএ (Dearness Allowance) নিয়ে ফের সুখবর!

এখনও কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন বাংলার সরকারি কর্মচারীরা। মাঝে মুখ্যমন্ত্রী কয়েকবার ডিএ (DA) বাড়ালেও এখনও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে তাদের ফারাক অনেকটাই। এদিকে সুপ্রিম কোর্টে চলছে বাংলার ডিএ মামলা। চলতি মাসেই সেই মামলার শুনানির সম্ভাবনা। এরই মাঝে অন্য এক রাজ্যে বাড়ল ডিএ।

রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি নিজের কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করেছেন গুজরাট সরকার (State Government) । খোদ মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এই নিয়ে ঘোষণা করেছেন বলে জানা গিয়েছে। জানা গিয়েছে ৪ শতাংশ হারে ডিএ বৃদ্ধি করা হয়েছে গুজরাট রাজ্যের সরকারে অধীনে কর্মরত কর্মচারীদের। যা ১ জানুয়ারী, ২০২৪ থেকে কার্যকর হবে। সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী এই মহার্ঘ ভাতা বৃদ্ধি করার ঘোষণা করা হয়েছে। যার ফলে প্রায় ৪. ৭১ লক্ষ কর্মচারী এবং উপকৃত হবে রাজ্য জুড়ে ৪. ৭৩ লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন।

সরকার জানিয়েছে বর্ধিত ডিএ (Dearness Allowance) ১ জানুয়ারি থেকে ৩০ জুন, ২০২৪ পর্যন্ত সময়সীমার জন্য নিয়মিত বেতনের সাথে তিনটি কিস্তিতে দেওয়া হবে। রিপোর্ট অনুযায়ী, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে এবং জুন মাসের ৪ শতাংশ হারে বর্ধিত ডিএ-র বকেয়া তিনটি কিস্তিতে মিলবে।

This time 12 percent salary increase for temporary workers.

আরও পড়ুন: গরম শেষে স্বস্তির বৃষ্টি! কতদিন ভিজবে কলকাতা? শুক্রেই মেগা আপডেট দিল হাওয়া অফিস

জানা গিয়েছে জুন মাসের বেতনের সঙ্গে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বকেয়া ডিএ সরকারি কর্মীদের মিটিয়ে দেওয়া হবে। একই ভাবে অগস্ট মাসের বেতনের সঙ্গে মিলবে মার্চ এবং এপ্রিল মাসের বকেয়া মহার্ঘ ভাতা। ওদিকে সেপ্টেম্বরের বেতনের সঙ্গে মে এবং জুন মাসের বকেয়া ডিএ কর্মীদের অ্যাকাউন্টে সরাসরি ঢুকে যাবে। রাজ্য সরকার কর্মচারীদের মোট ১১২৯. ৫১ কোটি টাকা দেবে। উল্লেখ্য, এর আগে ১ জুলাই, ২০২৩-এ সর্বশেষ ডিএ ঘোষণা করা হয়েছিল। সেই সময়ও ৪% মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছিল রাজ্য সরকার।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর