অভিজিৎ গাঙ্গুলি অতীত! হাইকোর্ট ছেড়ে BJP-তে যোগ দিলেন এই প্রাক্তন বিচারপতি, শোরগোল রাজ্যে

বাংলা হান্ট ডেস্কঃ ‘আমি বিজেপিতে যোগ দিচ্ছি’, ২০২৪ লোকসভা নির্বাচনের আগে সাংবাদিক বৈঠকে একথা বলে ঝড় তুলে দিয়েছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতির আসন ত্যাগ করে বিজেপিতে (BJP) যোগদান করেছিলেন হাইকোর্টের এই বিচারপতি (Former Justice Of Calcutta High Court Abhijit Gangopadhyay)। গেরুয়া শিবিরের টিকিটে তমলুক থেকে জয়ী হয়ে বর্তমানে তিনি বিজেপি সাংসদ। সেই অভিজিৎকে নিয়ে চর্চার মাঝেই এবার সামনে আরেক অভিজিৎ!

বিজেপিতে যোগ হাইকোর্টের (High Court) প্রাক্তন বিচারপতির

অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দেখানো পথে হেঁটেই এবার বিজেপিতে যোগ দিলেন মধ্যপ্রদেশ হাই কোর্টের প্রাক্তন বিচারপতি রোহিত আর্য (Justice Rohit Arya joins BJP)। যদিও তিনি পদত্যাগ করে যোগ দেননি। অবসর নেওয়ার তিন মাস পর গেরুয়া শিবিরে নাম লেখালেন হাই কোর্টের প্রাক্তন বিচারপতির।

গতকাল শনিবার ভোপালে একটি অনুষ্ঠানে গিয়ে ঘটা করে বিজেপিতে যোগ দিয়েছেন প্রাক্তন বিচারপতি। বিজেপির রাজ্য সভাপতি রাঘবেন্দ্র শর্মার হাতে দলের সদস্যপদ গ্রহণ করেন রোহিত আর্য। প্রসঙ্গত, ২০১৩ সালের ১২ সেপ্টেম্বর মধ্যপ্রদেশ হাই কোর্টের (Madhya Pradesh High Court) বিচারপতি হিসেবে যোগ দেন নিযুক্ত হন তিনি। ২০১৫ সালের ২৬ মার্চ থেকে স্থায়ী বিচারপতি হিসেবে নিযুক্ত হন।

বিচারব্যবস্থায় থাকাকালীন তাই একাধিক রায় নিয়ে বিতর্ক হয়েছিল। ২০২০ সালে শ্লীলতাহানির এক অভিযুক্তকে জামিন দিয়ে শিরোনামে উঠে আসে তার নাম। জামিনের বিনিময়ে বিচারপতির শর্ত ছিল অভিযুক্তকে রাখিবন্ধনের দিন ওই মহিলার বাড়িতে রাখি এবং মিষ্টি নিয়ে যেতে হবে। মহিলা তাকে রাখি পরাতে সম্মতি জানালে জামিন মিলবে।

former justicee

আরও পড়ুন: ২৩৯ শতাংশ! একলাফে এতটা DA বৃদ্ধি করলেন মুখ্যমন্ত্রী, ধন্য ধন্য করছেন সরকারি কর্মীরা

বিচারপতির যুক্তি ছিল, রাখি উৎসবের মধ্য দিয়ে ভাই-বোনের সম্পর্ক তৈরি হলে এই ধরনের অপরাধের প্রবণতা ধীরে ধীরে কমবে। যদিও তার রায় পরে খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। আবার পরের বছরও এক রায়ের জেরে সংবাদ শিরোনামে তার নাম উঠে আসে। ২০২১ সালে কৌতুকশিল্পী মুনওয়ার ফারুকি জামিনের আবেদন খারিজ করে দিয়েছিলেন প্রাক্তন বিচারপতি রোহিত আর্য। যদিও সেবারও তার রায় খারিজ হয়েছিল সুপ্রিম কোর্টে। এখানেই অনেকেই রোহিত আর্যর সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। তারও বেশ কিছু রায় খারিজ করেছিল সুপ্রিম কোর্ট ও ডিভিশন বেঞ্চ। এবার জাস্টিস রোহিত আর্যও পরবর্তীতে বিজেপির টিকিটে ভোটে লড়েন কিনা সেটাই দেখার।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর