এইগুলিই ভারতের প্রাচীন রেল স্টেশন! তালিকায় উঠল বাংলার নাম, হাওড়া নাকি শিয়ালদা?

বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় রেলের (Indian Railways) ইতিহাস সুপ্রাচীন। দেশের পরিবহণের লাইফলাইন ভারতীয় রেল (Indian Railways)। দেশের প্রতিটা এলাকাকেই সংযুক্ত করেছে ভারতীয় রেল (Indian Railways)। দেশজুড়ে মোট 7349 স্টেশন রেল স্টেশন রয়েছে। 171 বছরের ইতিহাসে এখনো বেশ কিছু স্টেশন রয়েছে যেগুলি প্রায় দেড়শ বছর পুরনো। আজ আমরা দেখে নেব ভারতের তেমনই বারোটি প্রাচীন রেল স্টেশন (Railway Station) সম্পর্কে।

ভারতীয় রেলের (Indian Railways) প্রাচীন বারোটি স্টেশন

ছত্রপতি শিবাজি টার্মিনাস, মুম্বাই (1853): এই স্টেশন পূর্বে পরিচিত ছিল ভিক্টোরিয়া টার্মিনাস নামে। এটি ভারতের প্রাচীনতম রেলস্টেশন। এই স্টেশনের নকশা করেছিলেন ফ্রেডরিক উইলিয়াম স্টিভেনস। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত রয়েছে এই স্টেশন।

হাওড়া জংশন, কলকাতা (1854): ভারতের ব্যস্ততম ও প্রাচীনতম রেল স্টেশনের একটি কলকাতার হাওড়া (Howrah) রেল স্টেশন। 1854 সালে এই স্টেশনের উদ্বোধন হয়। হাওড়া স্টেশনে রয়েছে 23 টি প্ল্যাটফর্ম।

আরোও পড়ুন : অবিশ্বাস্য! এবার মঙ্গলে টিকে থাকবে প্রাণও! নয়া আবিষ্কার চিনা বিজ্ঞানীদের, তোলপাড় বিশ্বজুড়ে

রায়পুরম রেলওয়ে স্টেশন, চেন্নাই (1856): ভারতের অন্যতম প্রাচীন স্টেশনগুলির একটি  রায়পুরম রেলওয়ে স্টেশন। 1856 সালে চেন্নাইয়ের এই স্টেশনের পথচলা শুরু।

কানপুর সেন্ট্রাল, উত্তর প্রদেশ (1859): কানপুর সেন্ট্রালের পূর্বতন নাম ছিল কানপুর ব্যারাক স্টেশন। কানপুরের সবথেকে বৃহত্তম স্টেশন এটি।

আরোও পড়ুন : গোলাপী হোক বা নীল! SRK থেকে আম্বানি বাড়ির নিরাপত্তারক্ষী, সকলের হাতেই এই ব্যান্ড! কেসটা কী?

এলাহাবাদ জংশন, উত্তর প্রদেশ (1859): উত্তরপ্রদেশের এলাহাবাদে অবস্থিত এই স্টেশন অন্যতম প্রাচীন ও ব্যস্ততম একটি স্টেশন। এটি স্থাপিত হয় 1859 সালে। কুম্ভ মেলা এবং অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানের তীর্থ যাত্রীদের জন্য এই স্টেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ভাদোদরা জংশন, গুজরাট (1861): 1861 সালে প্রতিষ্ঠিত হয় গুজরাটের ভাদোদরা জংশন। পশ্চিম ভারতের সাথে দেশের বিভিন্ন প্রান্তের রেল যোগাযোগ ব্যবস্থার অন্যতম প্রধান মাধ্যম এই স্টেশন।

ওল্ড দিল্লি রেলওয়ে স্টেশন, দিল্লি (1864): দিল্লির চাঁদনী চকের কাছে অবস্থিত এই স্টেশন উত্তর ভারতের অন্যতম পুরনো একটি স্টেশন।

আরোও পড়ুন : রানী ফেল! বাস্তবে কার সঙ্গে প্রেম করছে দুর্জয়? অর্কপ্রভর ‘প্রেমিকা’র আসল পরিচয় চমকে দিতে বাধ্য!

মাদ্রাজ সেন্ট্রাল (চেন্নাই সেন্ট্রাল), চেন্নাই (1873): 1873 সালে প্রতিষ্ঠিত এই স্টেশন তামিলনাড়ুর অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ একটি স্টেশন। এই স্টেশনের ঐতিহাসিক গুরুত্ব ও কারুকার্য এটিকে বিশেষ করে তুলেছে।

আগ্রা ফোর্ট রেলওয়ে স্টেশন, উত্তর প্রদেশ (1873): উত্তরপ্রদেশের আগ্রায় অবস্থিত এই স্টেশন দেখতে ভিড় করেন অনেক পর্যটক। অনেক ঐতিহাসিক নিদর্শনের দেখা মেলে এখানে। এটি ভারতের অন্যতম প্রাচীন একটি স্টেশন।

A man killed a woman at Howrah station.

জয়পুর জংশন রেলওয়ে স্টেশন, জয়পুর (1875): সিন্ধি ক্যাম্প বাস টার্মিনাল এবং জয়পুর মেট্রো স্টেশনের কাছে অবস্থিত এই স্টেশন 1875 সালে উদ্বোধন হয়। গড়ে প্রতিদিন 40 হাজারের বেশি যাত্রী এখান থেকে ট্রেন ধরেন।

পুদুচেরি রেলওয়ে স্টেশন, পুদুচেরি (1879): 1879 সালে ফরাসি ও ব্রিটিশ উপনিবেশিকদের হাত ধরে রেলস্টেশন নির্মাণ হয় পুদুচেরিতে। গ্রিক-রোমান আদলের স্তম্ভ রয়েছে এই স্টেশনের সামনে।

বীরাঙ্গনা লক্ষ্মীবাই স্টেশন, ঝাঁসি (1880 এর দশকের শেষের দিকে): 2021 সাল পর্যন্ত ঝাঁসি রেলওয়ে স্টেশন নামে পরিচিত ছিল এই স্টেশনটি। এখান থেকেই ছাড়ে ভারতের দ্রুততম ট্রেন গতিমান এক্সপ্রেস।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর