কোন ক্ষমতার গুণে মহিলা নয়, পুরুষদের বেশি করে কামড়ায় ডেঙ্গি মশা!

বাংলাহান্ট ডেস্ক: সাধারণ ভাবে ছেলে মেয়ের রক্তের মধ্যে পার্থক্য করার ক্ষমতা নেই কোন মশারই (Mosquito)। তবে জানেন কি, মহিলা অপেক্ষা পুরুষদের রক্ত বেশি প্রিয় ডেঙ্গি মশাদের! ভাবছেন তো এও আবার সম্ভব নাকি?হ্যাঁ এমনটাই জানিয়েছে এক সমীক্ষা। যার রিপোর্ট বলছে, ডেঙ্গি মশারা নাকি ছেলেদের রক্ত বেশি পছন্দ করে।

ডেঙ্গি মশাদের (Mosquito) কি প্রধান টার্গেটই পুরুষরা ?

আর ঠিক সেই কারণেই নাকি ছেলেদের মধ্যে ডেঙ্গু (Dengue) হওয়ার প্রবণতা অনেকটাই বেশি দেখা যায়।এমনই রিপোর্ট দিল ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ। যেখানে ৮ থেকে ১২ বছর বয়সী ছেলে মেয়েদের মধ্যে এই সমীক্ষা করা হয়েছিল। তারপর এই ফলাফলই দেখা গিয়েছে।

39409 dengue virus

এবিষয়ে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বর্ষাকালেই বেশি পরিমাণে ডেঙ্গু, চিকনকুনিয়ার মত মশাবাহিত রোগ বেশি করে দেখা যায়। এই সময় বিশেষত বাড়ির পাশের জমে থাকা জলেই জন্ম নেয় ডেঙ্গির লার্ভা। আর সেগুলো দ্রুত ছড়িয়ে পড়ে। ছেলেরা কোন কাজে বাইরে গেলে, কিংবা খেলাধুলা করতে মাঠে গেলে, এই মশার কামড় খেয়ে থাকে ছেলেরা।

আরোও পড়ুন : হায় হায়! এইসব ক্ষেত্রে ভারতকেও টেক্কা দিচ্ছে পাকিস্তান! তালিকায় কী কী আছে জানেন?

যেহেতু মেয়েদের তুলনায় ছেলেরা বাইরে বেশি থাকে, খেলাধুলা করে, মাঠে ঘুরে বেড়ায়, তাই মেয়েদের অপেক্ষা ছেলেরা বেশি করে মশার কামড় খায়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায়, ছেলেরা বেশি খোলামেলা পোশাক পড়ায়, মশাদের (Mosquito) কামড়াতেও সুবিধা হয়।

mosquito bite

তাই বিশেষজ্ঞরা বলছেন, মশাবাহিত রোগের থেকে রক্ষা পেতে হলে, হাত পা ঢাকা পোশাক পড়তে হবে, বাড়ির বাইরে জল জমতে দেওয়া যাবে না, এমনকি রাত্রে ঘুমানোর আগে মশারি টানিয়ে শুতে হবে। তবেই এই রোগের হাত থেকে কিছুটা হলেও রক্ষা পাওয়া যাবে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর