TRP তালিকায় ঝড় তুলতে আসছে ‘অমর সঙ্গী’! স্লট ঘোষণা জি বাংলার, এবার বন্ধ হচ্ছে কোন মেগা?

বাংলা হান্ট ডেস্কঃ জি বাংলার পর্দায় ফের শুরু হচ্ছে একটি নতুন ধারাবাহিক (Bengali Serial)। কয়েকদিন আগেই ‘মালা বদল’, ‘পূবের ময়না’ শুরু হয়েছে। এবার সেই তালিকায় জুড়তে চলেছে ‘অমর সঙ্গী’র (Amor Songi) নাম। সম্প্রতি প্রকাশ্যে এসেছিল আসন্ন এই ধারাবাহিকের প্রোমো। এবার স্লট ঘোষণাও হয়ে গেল।

কোন স্লটে শুরু হচ্ছে নীল-শ্যামৌপ্তির নতুন মেগা (Bengali Serial)?

আদ্যোপান্ত প্রেমের গল্প নিয়ে তৈরি এই ধারাবাহিককে (Serial) কোন স্লটে দেওয়া হবে তা নিয়ে দু-চারদিন ধরে বিস্তর জল্পনা কল্পনা চলছিল। সম্প্রচারের সম্ভাব্য সময় প্রকাশ্যে আসার পর দর্শকদের একাংশ ক্ষোভও উগড়ে দিয়েছিলেন। অবশেষে সকল জল্পনায় ইতি টেনে অফিশিয়ালি ঘোষণা করে দিল জি বাংলা।

আরও পড়ুনঃ একান্নবর্তী পরিবারের মিষ্টি গল্প! TRP তালিকায় ঝড় তুলতে আসছে ‘বসু পরিবার’! রইল হাতেগরম প্রোমো

নীল-শ্যামৌপ্তির নতুন ধারাবাহিককে প্রাইম স্লটে তো দূর, বিকেল অথবা রাতের স্লটেও দেওয়া হয়নি। বরং এই মেগা দুপুরের স্লটে সম্প্রচারিত হবে বলে জানানো হয়েছে। আগামী ১২ আগস্ট থেকে প্রত্যেক সোমবার থেকে শনিবার দুপুর ২:৩০টের সময় দেখা যাবে ‘অমর সঙ্গী’। অর্থাৎ নতুন এই ধারাবাহিকের ফলে জি বাংলার পুরনো কোনও সিরিয়ালই শেষ অথবা স্লট বদল হচ্ছে না।

Bengali serial Amor Songi

এদিন জি বাংলার (Zee Bangla) তরফ থেকে ধারাবাহিকের স্লট ঘোষণা হতেই চটে গিয়েছেন অনেকে। কেউ লিখেছেন, জি কাকুর মাথা খারাপ হয়ে গিয়েছে নাকি! নাহলে নতুন ধারাবাহিককে কেউ এমন স্লট দেয়! কারোর আবার প্রশ্ন, ৯:৩০টার স্লট কেন দেওয়া হল না? ওই সময়টা তো ফাঁকাই রয়েছে। সব মিলিয়ে, ‘অমর সঙ্গী’র স্লট ঘোষণা হতেই শুরু হয়েছে জোর চর্চা।


উল্লেখ্য, আসন্ন এই সিরিয়ালে (Bengali Serial) মুখ্য চরিত্রে দেখা যাবে নীল ভট্টাচার্য এবং শ্যামৌপ্তি মুদলিকে। নীলের চরিত্রের নাম রাজ। সে ভাড়ার জামাকাপড়, বিলাসবহুল গাড়ি নিয়ে প্রেমিকা শ্রী-য়ের মন জয় করে। তবে সত্যিটা হল রাজের আর্থিক অবস্থা দুর্বল। পরিবারের সঙ্গে ভাড়া বাড়িতে থাকে সে। একদিন হঠাৎ শ্রীয়ের সামনে চলে আসবে তার এই মিথ্যে। এরপর কী হবে তাদের সম্পর্কের পরিণতি? সেটাই নিয়েই এগোবে ধারাবাহিকের গল্প।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর