জন্মদিনেই পাল্টে গেল ‘খেলা’! বিধানসভায় শুভেন্দুর ঘরে দিলীপ, তারপর যা হল… তোলপাড় বাংলা!

বাংলা হান্ট ডেস্কঃ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষের (Dilip Ghosh) জন্মদিন আজ। এই বিশেষ দিনে বিধানসভায় উপস্থিত হয়েছিলেন তিনি। তাও আবার একেবারে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সেখানে। উত্তরীয়, গোলাপের তোড়া, মিষ্টিমুখ করিয়ে সেখানে হইহই করে চলল সেলিব্রেশন।

দিলীপের (Dilip Ghosh) জন্মদিন পালন শুভেন্দুর!

জানা যাচ্ছে, রাজ্যের বিরোধী দলনেতা আমন্ত্রণ জানানোতেই এদিন বিধানসভায় উপস্থিত হয়েছিলেন দিলীপ। নন্দীগ্রামের বিধায়কের ঘরেই এদিন তাঁর জন্মদিন (Dilip Ghosh Birthday) সেলিব্রেট করা হয়। ‘বার্থ ডে’ বয়কে উত্তরীয় পরিয়ে মিষ্টিমুখ করিয়ে দেন শুভেন্দু। সমাজমাধ্যমের পাতায় নিজেই সেই ছবি তুলে ধরেন তিনি।

আরও পড়ুনঃ ‘বুকে হাত দিয়ে বলুন …’! বিধানসভায় দাঁড়িয়ে আবেগপ্রবণ ফিরহাদ, চমকে দেওয়া প্রতিক্রিয়া শুভেন্দুর!

দুঁদে বিজেপি নেতার জন্মদিন পালনের ছবি শেয়ার করে শুভেন্দু (Suvendu Adhikari) লেখেন, ‘বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ও প্রাক্তন সাংসদ সম্মানীয় শ্রী দিলীপ ঘোষ মহোদয়ের আজ জন্মদিন। ওনাকে আজ বিধানসভায় সতীর্থ বিধায়কদের সাথে নিয়ে মিষ্টিমুখ করিয়ে, উত্তরীয় পরিয়ে শুভেচ্ছা জানালাম’।

Dilip Ghosh birthday celebration Suvendu Adhikari

উল্লেখ্য, শুভেন্দু এবং দিলীপের দূরত্ব বঙ্গ রাজনীতির অত্যন্ত চর্চিত একটি বিষয়। লোকসভা নির্বাচনে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে দিলীপের পরাজয়ের পর ফের একবার শিরোনামে উঠে এসেছিল এই বিষয়টি। তবে এবার বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির জন্মদিনের দিন দেখা গেল সম্পূর্ণ ভিন্ন চিত্র। খোদ শুভেন্দুর ঘরেই হইহই করে পালিত হল দিলীপের জন্মদিন (Dilip Ghosh)। এটা নেহাত সৌজন্যের খাতিরে নাকি এর নেপথ্যে রয়েছে কোনও রাজনৈতিক কারণ, আপাতত এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনেকের মনে।

এদিকে সুকান্ত মজুমদার কেন্দ্রের মন্ত্রী হওয়ার পর থেকে শোনা যাচ্ছে বিজেপির রাজ্য সভাপতি বদলের গুঞ্জন। সেক্ষেত্রে এই পদের সম্ভাব্য প্রার্থী হিসেবে উঠে আসছে দিলীপ ঘোষের নাম। শোনা যাচ্ছে, ফের একবার রাজ্য সভাপতির দায়িত্ব দেওয়া হতে পারে তাঁকে। এমতাবস্থায় বিরোধী দলনেতার ঘরে দিলীপের জন্মদিন পালনের বিষয়টিকে বেশ তাৎপর্যপূর্ণ মনে করছে রাজনৈতিক মহল।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর