প্রথম গোয়েন্দা চরিত্রে কোয়েল আসছেন অরিন্দম শীলের হাত ধরে

বাংলা হান্ট ডেস্ক : কাকাবাবু, প্রফেসর শঙ্কু, ফেলুদা ও ব্যোমকেশের পাশাপাশি এক মহিলা গোয়েন্দা চরিত্র বাংলা পাঠকদের মনকে আকর্ষণ করে। সুচিত্রা ভট্টাচার্যের মিতিনমাসি সমগ্ৰ।

এই সমগ্ৰ অবলম্বনে ‘হাতে মাত্র তিনটে দিন’ কাহিনী সিরিজের প্রথম ছবি আসছে এই পুজোয় এমনটাই জানালেন পরিচালক অরিন্দম শীল। চরিত্রে অভিনয় করার প্রস্তাবটা দেওয়ার পর উৎসাহে প্রথম ৩০ সেকেন্ড চিৎকার করেছিলেন কোয়েল মল্লিক, এমনটাই জানালেন অরিন্দম শীল।
b574b img 20190602 wa0008
অরিন্দমের পরিচালনায়, সুচিত্রা ভট্টাচার্যর কাহিনী ‘হাতে মাত্র তিনটে দিন’ অবলম্বনে মিতিনমাসি সিরিজে়র প্রথম ছবি আসছে এই পুজোয়। এবং প্রধান চরিত্র মিতিনমাসি র কথা মাথায় রেখে তিনি কোয়েলের মুখ পছন্দ করেছেন।

পরিচালক জানিয়েছেন পরের ছবিগুলোতে কেরল থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তে ছুটতে হবে টুপুর এও মিতিনমাসিকে। তাই এবার কলকাতা দিয়েই পথ চলা শুরু হল। পার্থ র চরিত্রে থাকছেন শুভ্রজিত দত্ত ও টুপুরের চরিত্র করছেন রিয়া বণিক। দর্শককুল এখন সেই দিনের অধীর প্রতিক্ষায়।

সম্পর্কিত খবর