ইস্ কী নোংরা! এগুলিই ভারতীয় রেলের সবচেয়ে গা ঘিনঘিনে ট্রেন! আর চাপবেন নাকি কোনদিন?

বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় রেল (Indian Railways) গত কয়েক বছর ধরে জোর দিয়েছে স্বচ্ছতার উপর। ট্রেন ও প্ল্যাটফর্ম পরিষ্কার রাখতে নেওয়া হচ্ছে একাধিক উদ্যোগ। অথচ ভারতীয় রেলের (Indian Railways) এমন কিছু ট্রেন রয়েছে যেগুলো অত্যন্ত নোংরা। এই ট্রেনগুলোতেও সফর করলে গা গুলিয়ে উঠতে বাধ্য আপনার। এই ট্রেনগুলি সম্পর্কে যাত্রীরা বহুবার অভিযোগ করেছেন। তবে তাতেও পাল্টায়নি চিত্র।

ভারতীয় রেলের (Indian Railways) নোংরা ট্রেনগুলো

আজ আমরা জেনে নেব তেমনই কিছু ট্রেন (Trains) সম্পর্কে যেগুলির বিরুদ্ধে উঠেছে যাত্রীদের অভিযোগ। বিহার ও পাঞ্জাবের মধ্যে চলাচল করে সহরসা-অমৃতসর গরীব রথ ট্রেন। বারবার এই ট্রেনের পরিচ্ছন্নতা নিয়ে উঠেছে প্রশ্ন। ভারতের সবথেকে নোংরা ট্রেনের মধ্যে একটি হল এই ট্রেন। অস্বাস্থ্যকর বাথরুম, নোংরা কেবিন নিয়ে যাত্রীদের অভিযোগের শেষ নেই।

আরোও পড়ুন : আম্বানির “বিপদ” বাড়াচ্ছেন আদানি! যেকোনও মুহূর্তে মিলবে সেরার শিরোপা, ফের তৈরি হবে নজির

ভারতীয় রেলের (Indian Railways) কাছে সবথেকে বেশি অভিযোগ জমা পড়ে সীমাঞ্চল এক্সপ্রেস-এই ট্রেনকে নিয়ে। দিল্লির আনন্দ বিহার থেকে যোগবানি পর্যন্ত এই ট্রেন চলে। নোংরা ট্রেনের তালিকায় উপরের দিকেই রয়েছে মাতা বৈষ্ণো দেবী-বান্দ্রা স্বরাজ এক্সপ্রেস। এই ট্রেনের অপরিচ্ছন্নতা নিয়ে ২০২৩ সালে রেলওয়ে ৬১টি অভিযোগ পায়। তারপরেও যদিও বিশেষ পাল্টায়নি এই ট্রেনের চেনা ছবি।

train 1

ট্রেনের অপরিচ্ছন্নতার প্রসঙ্গে উঠলে উঠে আসে ফিরোজপুর-আগরতলা ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসের নামও। যাত্রীদের অভিযোগ এই ট্রেনের আসনগুলি পর্যন্ত রক্ষণাবেক্ষণ করা হয় না। আজমির-জম্মু তাভি পূজা এক্সপ্রেস নিয়ে যাত্রীদের অভিযোগ কম নয়। যারা এই ট্রেনের টিকিট কাটবেন বলে ভাবছেন তারা সতর্ক হয়ে যান। এই ট্রেনের পরিচ্ছন্নতা (Cleanliness) নিয়ে বহু বহু অভিযোগ রয়েছে যাত্রীদের।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর