অলিম্পিকে পরাজয়ের পর ভেঙে পড়লেন সিন্ধু! এবারে নেবেন অবসর? কি জানালেন তিনি?

বাংলা হান্ট ডেস্ক: ভারতের হয়ে পরপর দু’টি অলিম্পিকে পদক জিতেছিলেন পিভি সিন্ধু (PV Sindhu)। কিন্তু, ২০২৪-এর প্যারিস অলিম্পিকে ঘটল ছন্দপতন। ইতিমধ্যেই, তিনি বাদ পড়েছেন। গত বৃহস্পতিবার রাউন্ড অফ ১৬ ম্যাচে তাঁকে চিনের বিং জাও-এর কাছে শোচনীয় পরাজয়ের মুখোমুখি হতে হয়। আর এই পরাজয়ের পরেই তাঁর টানা তিনটি অলিম্পিক থেকে পদক জয়ের স্বপ্ন ভেঙে যায়।

পিভি সিন্ধু (PV Sindhu) কি এবারে নেবেন অবসর?

এদিকে, এবারের অলিম্পিকে ব্যর্থ হয়ে যাওয়ার পর তিনি কি অবসরের সিদ্ধান্ত নিচ্ছেন? এই বিষয়টির পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই জল্পনা শুরু হলেও ভবিষ্যৎ সম্পর্কে এবার প্রতিক্রিয়া দিলেন স্বয়ং পিভি সিন্ধু (PV Sindhu)। তিনি জানিয়েছেন যে, তিনি একটি ছোট বিরতি নিচ্ছেন। কারণ তাঁর শরীর এবং মনের এই বিরতি প্রয়োজন। পাশাপাশি, তিনি এটাও জানিয়েছেন যে প্যারিস অলিম্পিকে এই পরাজয়ের কারণে তিনি গভীরভাবে শোকাহত।

পিভি সিন্ধু (PV Sindhu) “এক্স” মাধ্যমে একটি পোস্টে লিখেছেন, “প্যারিস ২০২৪: একটি সুন্দর যাত্রা, কিন্তু একটি কঠিন পরাজয়। এই পরাজয় আমার কেরিয়ারের সবচেয়ে কঠিন পরাজয়গুলির মধ্যে একটি। এটি মেনে নিতে সময় লাগবে। কিন্তু জীবন যত এগিয়ে যাবে, আমি জানি আমি এটি কাটিয়ে উঠব। ২০২৪ সালের প্যারিস যাত্রা একটি সংগ্রাম ছিল। দুই বছর চোট থাকা সত্বেও, এখানে দাঁড়িয়ে আমার তৃতীয় অলিম্পিকে আমার দুর্দান্ত দেশটির প্রতিনিধিত্ব করতে পেরে বাস্তবিকভাবে নিজেকে ধন্য মনে করি।”

আরও পড়ুন: PNB-তে অ্যাকাউন্ট থাকলে হয়ে যান সাবধান! এই কারণে গ্রাহকদের সতর্ক করল ব্যাঙ্ক

তিনি (PV Sindhu) আরও লিখেছেন, “আমি অবিশ্বাস্যভাবে সৌভাগ্যবান যে এই স্তরে প্রতিদ্বন্দ্বিতা করেছি। এটি আরও গুরুত্বপূর্ণ, একটি প্রজন্মকে অনুপ্রাণিত করার জন্য। এই সময়ে আপনাদের বার্তাগুলি আমার জন্য একটি বিশাল সান্ত্বনা ছিল। আমার দল এবং আমি প্যারিস অলিম্পিক ২০২৪-এর জন্য আমাদের সবকিছু দিয়েছি। কোনও অনুশোচনা ছাড়াই কোর্টে সবকিছু ছেড়ে দিয়েছি।”

আরও পড়ুন: আম্বানির “বিপদ” বাড়াচ্ছেন আদানি! যেকোনও মুহূর্তে মিলবে সেরার শিরোপা, ফের তৈরি হবে নজির

ভারতের এই তারকা ব্যাডমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধু (PV Sindhu) তাঁর কেরিয়ার সম্পর্কে বলেছেন, “আমার ভবিষ্যত সম্পর্কে, আমি স্পষ্ট করতে চাই: আমি একটি ছোট বিরতির পরেও খেলতে থাকব। তবে, আমার শরীর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমার মনের জন্য এটি প্রয়োজন। সাবধানতার সাথে সামনের যাত্রার মূল্যায়ন করার পরিকল্পনা করছি এবং যে খেলাটি আমি খুব ভালোবাসি সেটি খেলার মাধ্যমে আরও আনন্দ খুঁজে নেব।”

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর