শহীদ দীনেশ মজুমদারের স্মৃতিফলকের উপরে জুতো! সমালোচনায় মুখর বসিরহাটবাসী

বাংলা হান্ট ডেস্ক : আজ আমাদের দেশের ৭৮তম স্বাধীনতা দিবস (Independence Day)। দেশজুড়ে চলছে তারই উদযাপন। বহু শহীদের রক্ত ঝরিয়ে এই মুক্তির স্বাদ পেয়েছি আমরা। ভারতবর্ষকে ২০০ বছরের ইংরেজ  শাসন থেকে মুক্ত করতে নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন ভারতমাতার অগণিত বীর সন্তান।

বসিরহাটে দীনেশচন্দ্র মজুমদারের (Dinesh Chandra Majumder) স্মৃতিফলকের ওপরে জুতো

তাঁদের  মধ্যে অন্যতম ছিলেন শহীদ দীনেশচন্দ্র মজুমদার (Dinesh Chandra Majumder)। আর এই শহীদের স্মৃতি ফলকের উপর এবার উঠলো জুতো শুকোতে দেওয়ার অভিযোগ। ঘটনাটি ঘটেছে বসিরহাটের পুরাতন বাজার এলাকার নিমতলায়। এখানকারই এক জুতো ব্যবসায়ীর বিরুদ্ধে উঠেছে এই ঘৃণ্য কাজ করার অভিযোগ।

স্বাধীনতা দিবসের আগে একজন শহীদের স্মৃতি ফলকের সামনে জুতো শুকানোর সেই ছবি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। প্রতিবাদে সরব হন এলাকার মানুষজন। তারপরেই নড়েচড়ে বসে  ‘দীনেশ মজুমদার স্মৃতি রক্ষা কমিটি।’ এই ঘটনার নিন্দা করে আইনের দ্বারস্থ হন তাঁরা।

আরও পড়ুন :  তাঁর এক ডাকেই কলকাতার রাজপথে মেয়েদের রাত দখল! কে এই বাঙালি তরুণী রিমঝিম?

এই ঘটনা প্রসঙ্গে দীনেশ মজুমদার (Dinesh Chandra Majumder) স্মৃতি রক্ষা কমিটির সম্পাদক অজয় বাইন বলেছেন, ‘ধিক্কার জানাই ওই ব্যবসায়ীকে। ওই দোকানের পার্শ্ববর্তী যে ব্যবসায়ীরা রয়েছেন, তাঁদের মানসিকতা নিয়েও যথেষ্ট প্রশ্ন থেকে যায়। কারণ, তাঁরা এই ঘটনার প্রতিবাদ করতে পারতেন। কিন্তু, তা হয়নি। তিনি জানান, অভিযুক্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপের তোড়জোড় করছেন তাঁরা।’

তবে যে ব্যবসায়ীর বিরুদ্ধে এই অভিযোগ উছেছে পরে নিজের হাতে  শহীদ দীনেশ মজুমদারের স্মৃতিফলক ধুয়ে শ্রদ্ধা সেখানে শ্রদ্ধা জানিয়ে মাল্যদান করেন। আর সকল বসিরহাটবাসীর কাছে ক্ষমা চেয়ে তিনি জানিয়েছেন এই কাজটি নাকি ভুলবশত তার দোকানের একজন ছেলে করে ফেলেছে। কিন্তু তখন তিনি নাকি দোকানে ছিলেন না। তবে এই কাজের জন্য হাতজোড় করে সকলের কাছে তিনি ক্ষমা চেয়ে নিয়েছেন।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর