‘ভেঙে গুড়িয়ে দিন..,’ হাইকোর্টের নির্দেশে অবশেষে অ্যাকশনে পুরসভা, ভাঙা হল বহুতল

বাংলা হান্ট ডেস্কঃ বেআইনি নির্মাণ নিয়ে সর্বদাই কড়া অবস্থান নিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। ওদিকে কয়েকমাস আগে গার্ডেনরিচ ঘটনার পর থেকেই শহর জুড়ে বেআইনি নির্মাণের (Illegal Construction) রীতিমতো পর্দাফাঁস হয়ে যায়। একের পর এক অবৈধ নির্মাণ নিয়ে আদালতের প্রশ্নের মুখে পড়তে হয় পুরসভাকে। তারপর থেকেই টনক নড়েছে প্রশাসনের। এবার বেআইনি বহুতলের অবৈধ অংশ ভেঙে দিল রানাঘাট পুরসভা (Ranaghat Municipality)। কলকাতা হাইকোর্টের নির্দেশেই বেআইনি নির্মাণ নিয়ে কড়া অ্যাকশন।

হাইকোর্টের নির্দেশে ভাঙা হল বহুতলের অংশ (Calcutta High Court)

সূত্রের খবর, ২০২২ সালের ৫ সেপ্টেম্বর রানাঘাট পুরসভার অন্তর্গত ১২ নম্বর ওয়ার্ডের ১৪ এবং ১৪/১ জিএনপিসি রোডের একটি বেআইনিভাবে নির্মীয়মান বহুতলের অবৈধ অংশ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। পুরসভাকে বিচারপতির নির্দেশ ছিল, ৫২ সপ্তাহের মধ্যে ওই অবৈধ নির্মাণের অংশ ভেঙে ফেলতে হবে।

এরপর বহু সময় পেরিয়ে গেলেও আদালতের নির্দেশ কার্যকর না হওয়ায় ফের মামলা ওঠে হাইকোর্টে। ২০২৩ সালের জুন মাসে এই নিয়ে আদালত অবমাননার মামলা দায়ের হয়। এরপর চলতি বছর জুলাই মাসে হাইকোর্টে মামলা উঠলে বহুতলের অবৈধ অংশ ভেঙে ফেলার জন্য পুনরায় নির্দেশ দেয় আদালত(Calcutta High Court)।

Calcutta High Court

আরও পড়ুন: ছয় মাসের DA, বকেয়া সব মেটানো হবে, চাপের মাঝেই এবার বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর

দ্বিতীয়বার আদালতের নির্দেশ মেনে ২৪ জুলাই, উভয় পক্ষকে বোর্ড অফ কাউন্সিলের সভায় উপস্থিত থেকে নিজেদের বক্তব্য রাখার নির্দেশ দেয় পুরসভা। সিদ্ধান্ত হয়, আদালতের নির্দেশমত অবৈধ নির্মাণের অংশ ভেঙে ফেলা হলে। সেই লক্ষ্যেই প্রস্তুতি শুরু হয়। গত মঙ্গলবার পুলিশ ও প্রশাসনের উপস্থিতিতে সেই বহুতলের অবৈধ অংশ ভেঙে দিল রানাঘাট পুরসভা।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর