বাংলা হান্ট ডেস্ক: বৃষ্টি থামার নামই নেই। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে ভারী বৃষ্টিতে ভিজছে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলা। ওদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে, ২৯ অগাস্ট উত্তর বঙ্গোপসাগরে তৈরি হবে নতুন করে নিম্নচাপ। ফলত আপাতত বৃষ্টি কমার কোনো সম্ভাবনা নেই। হাওয়া অফিসের আপডেট অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে।
দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টি (South Bengal Weather)
কিছুদিন ধরার টানা বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জায়গা। আবহাওয়া দপ্তর জানিয়েছে পর মঙ্গলবারও ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের (Weather Update) একাধিক জেলায়। কোথায় কোথায় বর্ষণের দাপট জারি থাকবে? রইল লেটেস্ট আপডেট।
মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা বাঁকুড়া, পশ্চিম, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। এছাড়াও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে কম-বেশি বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা হাওড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদেও ভারী বৃষ্টির সম্ভাবনা।
শহর কলকাতায় বৃষ্টি চলছেই। আবহাওয়া দফতর ( Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও সংলগ্ন এলাকার আকাশ সাধারণত মেঘলা থাকবে। হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে শহরে। বজ্রবিদ্যুতের পূর্বাভাসও রয়েছে। এদিন তিলোত্তমার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
আরও পড়ুন: রেডি রাখুন ছাতা! দু’ঘণ্টায় ঝড়-বৃষ্টির তোলপাড় কলকাতা সহ দক্ষিণবঙ্গের এই ৫ জেলায়
উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় আজও বৃষ্টি হবে। যদিও হালকা বৃষ্টির সম্ভাবনা। ওদিকে উত্তরবঙ্গের (North Bengal) বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। মঙ্গল সকালে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদায়।