প্রতিবন্ধকতাকে হারিয়ে স্নাতকোত্তর বিশ্বনাথ সিংহ, আবেদন সরকারি সাহায্যের

 

বাংলা হান্ট ডেস্ক : জন্ম থেকেই দুটো হাত নেই গড়বেতার বিশ্বনাথ সিংহের। পা দিয়েই সারতে হয় তাকে সমস্ত কাজকর্ম।তবে কলেজের গন্ডি পেরিয়ে তিনি এখন বিএড এর দ্বিতীয় বর্ষের ছাত্র।

 

প্রতিবন্ধতা তার সাফল্যের পথ আটকাতে পারেনি।তার মানসিক জোর ঢেকে দিয়েছে শারীরিক অক্ষমতাকে। এখন তিনি কোনো সক্ষম মানুষের থেকেও চেতনায় অধিক সক্ষম।

f4100 img 20190608 wa0030

পরিবারের একমাত্র উপার্জনক্ষম বিশ্বনাথের বাবা, খেতমজুরের কাজ করে করেন দিন গুজরান। তাও বিশ্বনাথের ভবিষ্যত জীবনের কথা ভেবে তাকে লেখাপড়া শেখাতে কার্পন্য করেনি পরিবার থেকে এমনকি তার ভাইকেও এই চাপে লেখাপড়া শেখাতে পারেনি তবে তার পরিবার এবার নিরুপায়। বিশ্বনাথের উচ্চশিক্ষার জন্য এখন তারা তাকিয়ে সরকারি সাহায্যের দিকে।

সম্পর্কিত খবর