DA দাবির মাঝেই পেনশনভোগীর সমস্ত বকেয়া টাকা মিটিয়ে দিচ্ছে রাজ্য! কারা পাবেন? বিরাট ঘোষণা

বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা ভোটের আগেই মহার্ঘ ভাতা (Dearness Allowance) বেড়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। বর্তমানে ৫০% হারে ডিএ পাচ্ছেন তারা। আবার চলতি মাসেই ফের একবার বাড়বে ডিএ (DA)। রিপোর্ট অনুযায়ী সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে ৩-৪ শতাংশ মহার্ঘ ভাতা বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। ডিএ আপডেট সামনে আসার পর থেকেই খুশিতে ভাসছেন সকলে। এই আবহেই কেন্দ্রের পর এবার কপাল খুলতে চলেছে রাজ্যের পেনশনভোগীদেরও (Pension)। কিভাবে?

পেনশনভোগীদের (Pensioners) জন্য বড় আপডেট

একদিকে যখন নিজের সরকারি কর্মীদের একের পর এক সুখবর দিচ্ছে কেন্দ্র, সেই সময় পেনশনভোগীর বকেয়া টাকা (এরিয়ার) প্রদান করার সিদ্ধান্ত নিল রাজ্য। রাজ্যের ২৭,০০০ পেনশনভোগীর বকেয়া টাকা মেটানো হবে বলে ঘোষণা করলেন খোদ মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, রবিবার শিমলায় একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু। সেখানেই তিনি জানান, ৭০ বছর উর্দ্ধ ২৭,০০০ পেনশনভোগীর বকেয়া টাকা মিটিয়ে দিচ্ছে রাজ্য সরকার। অর্থাৎ যে সকল পেনশনভোগীদের বয়স ৭০ বছরের বেশি, খুব শীঘ্রই তারা বকেয়া টাকা পেয়ে যাবেন। মুখ্যমন্ত্রীর ঘোষণায় খুশি সকলে।

এদিন অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘প্রথম দন থেকে কাজ করে যাচ্ছে রাজ্য সরকার। প্রতিটি ক্ষেত্রের মানুষের কল্যাণের লক্ষ্যে কাজ হচ্ছে। ২০২৭ সালের মধ্যে হিমাচল প্রদেশকে আত্মনির্ভর করে তোলার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। ২০৩২ সালের মধ্যে এই রাজ্যকে দেশের মধ্যে সবথেকে ধনী রাজ্য করে তুলতে চাই আমরা।’

In addition to DA-pension, government employees will get a lot of money

আরও পড়ুন: সোজা পরীক্ষা বাতিল! উচ্চমাধ্যমিক নিয়ে বিরাট সিদ্ধান্ত সংসদের, জারি কড়া নির্দেশিকা

ওদিকে সম্প্রতি রাজ্য সরকারি কর্মীদের ডিএ নিয়েও বড় আশ্বাস দিয়েছে মুখ্যমন্ত্রী। দীর্ঘদিন ধরে ডিএ বৃদ্ধির দাবি জানিয়ে আসছেন সে রাজ্যের সরকারি কর্মীরা। এরই মাঝে মুখ্যমন্ত্রী জানান, আগামী ছয় মাসের মধ্যে রাজ্যের আর্থিক অবস্থা স্থিতিশীল হয়ে যাবে। তারপরই বাড়তি এরিয়ার এবং ডিএ দেওয়া হবে। ২০২৫ সালের শুরুর দিকেই সরকারি কর্মচারীরা মহার্ঘ ভাতা এবং এরিয়ার পেয়ে যাবেন বলে সাফ জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

সুখবিন্দর সিং সুখু আরও জানিয়েছেন, যে সময় তার সরকার ক্ষমতায় আসে, তখন তাদের উপর প্রায় এক লাখ কোটি টাকার বোঝা ছিল। সেই পরিস্থিতিতেও তিনি সরকারি কর্মীদের কথা মাথায় রেখেছেন। কয়েক দফায় রাজ্য সরকারি কর্মচারীদের সাত শতাংশ ডিএ বৃদ্ধি করেছে তার সরকার। এবারেও কর্মীদের দাবি বিবেচনা করা হবে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর