হঠাৎ নবান্নে মমতা-ঋতাভরীর বৈঠক, ঠিক কী হল সেখানে? অবশেষে সামনে এল সত্যিটা

বাংলা হান্ট ডেস্কঃ আর জি কর নিয়ে উত্তপ্ত গোটা রাজ্য। সাধারণ মানুষের প্রতিবাদের সুরে সুর মিলিয়ে চিকিৎসক ধর্ষণ-খুনের নারকীয় ঘটনায় সোচ্চার হয়েছেন টলিউড শিল্পীরা। দিকে দিকে আন্দোলন। প্রতিবাদে রাজ্য সরকারের দেওয়া পুরস্কারও ফিরিয়েছেন অনেক শিল্পী। এরই মাঝে মঙ্গলবার নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দেখা করলেন টলিউড অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। আর সেই নিয়েই এবার শুরু জোর চৰ্চা।

উত্তপ্ত আবহে কেন নবান্নে আগমন ঋতাভরীর? সূত্রের খবর, টলিউড ইন্ডাস্ট্রিতে যৌন হেনস্তার ঘটনা নিয়েই মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসেন অভিনেত্রী। মালয়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রির হেমা কমিশনের মতো এ রাজ্যে নারী সুরক্ষার জন্য এক বিশেষ কমিটি গড়তে চাইছেন মুখ্যমন্ত্রী। সেই বিষয়েও আলোচনা। বাংলা চলচ্চিত্র জগতের একেবারে প্রথম সারির দুই প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ জানাতেও নাকি ঋতাভরী মুখ্যমন্ত্রীর দুয়ারে গিয়েছিলেন।

এদিন বৈঠক শেষে অভিনেত্রী বলেন, ‘দিদির কাছে হেমা কমিটির আদলে কমিটি গঠনের জন্য অনুরোধ করেছিলাম। আমি যখন পাপুয়া নিউ গিনিতে ছিলাম উনি আমাকে ডেকে পাঠিয়েছিলেন। আজকে আলোচনা হল।’ কমিটি গঠনের বিষয়ে ঋতাভরী আরও বলেন, টলিউডে অভিনেত্রীদের যৌন হেনস্তার বিচার করতে নতুন কমিটি গড়েছেন মুখ্যমন্ত্রী। এক প্রাক্তন চিফ জাস্টিস, একজন আইনজীবী, এক মনোবিদকে রাখা হয়েছে এই কমিটিতে। সরকার, বা ফিল্ম ইন্ডাস্ট্রির কেউ নেই কমিটিতে।”

ঋতাভরীর আবেদনে সাড়া দিয়ে টলিউডের যৌন হেনস্তার তদন্তে অরাজনৈতিক, নন-গভর্নমেন্ট, নন-ফিল্ম বডি কাজ করবে বলে সিদ্ধান্ত নিয়েছেন মমতা। এমনটাই জানা গিয়েছে। প্রসঙ্গত গত ১৯শে অগস্ট হেমা কমিটির রিপোর্ট প্রকাশ্যে আসার পর থেকে তোলপাড় মালায়ালাম ইন্ডাস্ট্রি।
এরপর গত ২৬ অগস্ট সোশ্যাল মিডিয়ায় ঋতাভরী লেখেন, “হেমা কমিশনের রিপোর্ট মালয়ালম চলচ্চিত্র জগতে যৌন হেনস্তার যে ঘটনা ঘটছে তার পর্দা ফাঁস করে দিয়েছে। আমাদের টলিউডে এমন কোনো পদক্ষেপ কেন করা হয় না?”

অভিনেত্রী লেখেন, “একাধিক অভিযোগ সামনে আসছে। আমার সঙ্গে আমার পরিচিত মানুষদের সঙ্গেও এমনটা হয়েছে। নোংরা মন ও ব্যবহার নিয়ে নায়ক/প্রযোজক/পরিচালক দিনের পর দিন কাজ করে চলেছে। কোনও সমস্যাও হচ্ছে না তাদের। আবার তাদেরকেই আর জি করের নির্যাতিতার বিচার চেয়ে মোমবাতি হাতেও দেখা যাচ্ছে। আসুন এইসব মানুষদের মুখোশ টেনে ছিঁড়ে ফেলি।”

Nabanna Government of West Bengal

আরও পড়ুন: বজ্রপাত সহ ভারী বৃষ্টি! বুধে ভিজবে দক্ষিণবঙ্গের ১০ জেলা: এক নজরে আবহাওয়ার খবর

সকলকে লড়াইয়ের আহ্বান জানিয়ে ঋতাভরী লেখেন, “আমি আমার সমস্ত অভিনেত্রীদের এদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আহ্বান জানাচ্ছি। আবেদন করছি, এই শয়তানদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। জানি অনেকেই কাজ পাবেন না সেই নিয়ে ভয় পাচ্ছেন। কিন্তু আর কতদিন এভাবে চুপ করে থাকবেন? যারা নতুন কাজ করছে তরুণ অভিনেত্রীদের আমাদের পুরনোদেরকেই তো তাদের বাঁচাতে হবে। নাহলে তাদের ধারণা হয়ে যাবে এটা গণিকালয়! মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা এই বিষয়ে আপনার হস্তক্ষেপ চাই। আমারা তদন্ত চাই।’

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর