যুবরাজের অবসর নিয়ে আবেগতাড়িত প্রাক্তন প্রেমিকা কিম

 

বাংলা হান্ট ডেস্ক :  ১৯ বছরের আন্তর্জাতিক ক্রিকেটিয় কেরিয়ারকে ২০১৯-এ এসে বিদায় জানিয়েছেন যুবরাজ সিং। একমাত্র ভারতীয় যিনি তিন তিনটি বিশ্বকাপ জিতেছেন। 2007 সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডকে ছয়টি ছয় মেরে রেকর্ডও গড়েন।ক্যানসার এর বিরুদ্ধে মরণপণ লড়াই চালিয়ে বাইশ গজে ফিরে এসে তিনি প্রমান করেন ফিরে আসা যায়। সেই যুবরাজের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের খবরে তাঁর ভক্তমহল আবেগতাড়িত হয়ে পড়েছে।

 

প্রসঙ্গত তাঁর স্ত্রী হেজেল কিচ টুইট করে লিখেছেন যে যুবরাজের সাথে সাথেই একটি যুগের অবসান হলো, অনেক ভালোবাসা রইলো।

ec646 img 20190611 wa0046

‘মহব্বতে’ অভিনেত্রী তথা যুবরাজের ‘প্রাক্তন প্রেমিকা’ কিম শর্মাও টুইট করে লিখেছেন, ”তুমি অসাধারণ খেলেছো যুবরাজ। তোমার খেলার কিছু মুহূর্তকে স্ট্যান্ডিং ওবেশন জানাই।”

সম্পর্কিত খবর