হয়ে যান সতর্ক! TRAI-এর এই পদক্ষেপের ফলে ফের বাড়বে রিচার্জ প্ল্যানের দাম? আশঙ্কায় গ্রাহকেরা

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই গত জুলাই মাসে দেশের বেসরকারি টেলিকম সংস্থাগুলি অর্থাৎ Airtel, Jio এবং Vi (Vodafone-Idea) তাদের রিচার্জ প্ল্যানগুলির (Recharge Plans) দাম অনেকটাই বাড়িয়েছে। যার ফলে প্রত্যক্ষভাবে পকেটে টান পড়েছে গ্রাহকদের। শুধু তাই নয়, এই দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে শুরু হয়েছিল সমালোচনার ঝড়ও। টেলিকম সংস্থাগুলির রিচার্জ প্ল্যানের এহেন দাম বৃদ্ধির জেরে ব্যবহারকারীদের এখন পূর্বের তুলনায় ২৫ শতাংশ খরচ বৃদ্ধি পেয়েছে।

ফের বাড়বে রিচার্জ প্ল্যানের (Recharge Plans) দাম:

তবে, এবার ফের একটি চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। কারণ, ইতিমধ্যেই এমন কিছু রিপোর্ট আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে যেগুলি সত্যি হলে টেলিকম সংস্থাগুলি আরও একবার ব্যবহারকারীদের বড় ধাক্কা দিতে পারে। শুধু তাই নয়, ফের বাড়তে পারে রিচার্জ প্ল্যানের (Recharge Plans) দাম। আর এর অন্যতম কারণ হতে পারে TRAI (Telecom Regulatory Authority of India)-এর নতুন পলিসি।

TRAI-এর নতুন পলিসিতে কি বলা হয়েছে: টেলিকম নিয়ন্ত্রক (TRAI) টেলিকমিউনিকেশন বিভাগকে (DoT) ভুয়ো কল এবং মেসেজের বিষয়ে একটি নতুন পলিসি আনতে বলেছে। এই নতুন পলিসি আগামী ১ অক্টোবর, ২০২৪ থেকে কার্যকর হবে। যে সমস্ত টেলিকম সংস্থাগুলি TRAI-এর এই নতুন পলিসি তথা নীতি অনুসরণ করবে না তাদের ক্ষেত্রে বড় অঙ্কের জরিমানা আরোপ করা হতে পারে। TRAI টেলিকমিউনিকেশন বিভাগকে নির্দেশ দিয়েছে, যে সমস্ত টেলিকম সংস্থাগুলি ভুয়ো কল এবং মেসেজ বন্ধ করতে ব্যর্থ হয়েছে তাদের ক্ষেত্রে এই জরিমানা ধার্য করতে হবে।

This move by TRAI will further increase the price of recharge plans.

এদিকে, TRAI এই জরিমানা উশুল করার জন্য টেলিকম সংস্থাগুলির ব্যাঙ্ক গ্যারান্টি বাজেয়াপ্ত করার পরামর্শ দিয়েছে টেলিকমিউনিকেশন বিভাগকে। এই নিয়ম না মানলে যেকোনও টেলিকম সংস্থার লাইসেন্স বাতিল করার অধিকারও রয়েছে TRAI-এর।

আরও পড়ুন: তৈরি হবে ইতিহাস! এবার একই দলের হয়ে মাঠে নামবেন কোহলি-আজম? সামনে এল বড় তথ্য

এর ফলে কি হবে: এমতাবস্থায়, টেলিকমিউনিকেশন বিভাগ টেলিকম কোম্পানির লাইসেন্স বাতিলের পরিবর্তে বড় অঙ্কের জরিমানা আরোপ করতে রাজি হতে পারে। এমন পরিস্থিতিতে, টেলিকম সংস্থাগুলির ওপর অতিরিক্ত বোঝা বাড়তে পার। যা তারা ব্যবহারকারীদের কাছ থেকে তুলে নেবে। ইতিমধ্যেই কোম্পানিগুলি তাদের লোকসান কমাতে, ব্যবহারকারী প্রতি গড় আয় তথা ARPU (Average Revenue Per User) বাড়িয়েছে। যার কারণে সম্প্রতি রিচার্জ প্ল্যানগুলির (Recharge Plans) দাম বৃদ্ধি ঘটেছে।

আরও পড়ুন: PNB কেলেঙ্কারি মামলায় ED-র কড়া অ্যাকশন! পলাতক নীরব মোদীর ২৯ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত

উল্লেখ্য যে, এর আগেও আমরা দেখেছি টেলিকম সংস্থাগুলি তাদের লোকসান কমাতে বা নতুন প্রযুক্তিতে বিনিয়োগ করার জন্য ব্যবহারকারীদের ওপর অতিরিক্ত বোঝা চাপিয়েছে। এমন পরিস্থিতিতে, TRAI-এর নতুন পলিসির জেরে যদি টেলিকম সংস্থাগুলিকে জরিমানা দিতে হয়, সেক্ষেত্রে সেই জরিমানা টেলিকম সংস্থাগুলির ARPU-কে প্রভাবিত করবে। আর সেই ক্ষতি সামলাতেই ফের রিচার্জ প্ল্যানের (Recharge Plans) দাম বাড়াতে পারে সংস্থাগুলি।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর