বিয়ের আগেই অন্তঃসত্ত্বা, ‘শুধুই যৌন আকর্ষণ…’, স্বরাকে নিয়ে বিষ্ফোরক স্বামী ফাহাদ

বাংলাহান্ট ডেস্ক : বলিউডে বিতর্কের অন্যতম নাম স্বরা ভাস্কর (Swara Bhaskar)। রাজনীতি থেকে সামাজিক বা ফিল্ম জগতের বিভিন্ন বিষয় নিয়ে মতামত রাখতে দেখা যেত তাঁকে। তাঁর এসব মন্তব্য নিয়ে বিতর্ক লেগে থাকত বিভিন্ন মহলে। এমনকি বিয়েতেও বিতর্ক সৃষ্টি করেছিলেন স্বরা (Swara Bhaskar)। সমাজবাদী পার্টির নেতা ফাহাদ আহমেদের সঙ্গে তাঁর বিয়ের খবরে অনেকেই কটাক্ষ করেছিলেন। এমনকি বিয়ের মাত্র কয়েক মাসের মধ্যেই সন্তানের জন্ম দিয়েও তীর্যক মন্তব্য শুনেছিলেন স্বরা (Swara Bhaskar)। বিয়ের পর কেমন কাটছে স্বরার দাম্পত্য জীবন?

কেমন কাটছে স্বরার (Swara Bhaskar) সংসার

বরাবর নিজের মতামত নিয়ে বিতর্কের কেন্দ্রে থেকেছেন স্বরা (Swara Bhaskar)। ফাহাদের সঙ্গে তাঁর বিয়েও দীর্ঘদিন সংবাদ শিরোনামে ছিল। ফেব্রুয়ারিতে বিয়ের পর ওই বছরই সেপ্টেম্বরে সন্তানের জন্ম দেন তিনি। সে সময় প্রশ্ন উঠেছিল, বিয়ের আগেই কি অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন স্বরা (Swara Bhaskar)? তবে তাঁর বিরুদ্ধে সমস্ত কটাক্ষের তীরকে একাই সামলাতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। এবার মুখ খুললেন স্বামী ফাহাদ। কিন্তু তাঁর মন্তব্যে কি আরোই অস্বস্তিতে পড়লেন স্বরা (Swara Bhaskar)?

আরো পড়ুন : সদ্য হারিয়েছেন বাবাকে, মালাইকার শোকের সময়ে মিষ্টি বিতরণ করলেন অর্জুন! কিন্তু কেন?

কী বললেন ফাহাদ

সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বরার (Swara Bhaskar) সঙ্গে সংসার নিয়ে মুখ খুললেন ফাহাদ। রাজনৈতিক নেতা বলেন, তিনি নিজে মুসলিম। তাঁর পরিবার ওবিসি। অন্যদিকে স্বরা (Swara Bhaskar) ব্রাহ্মণ পরিবারের মেয়ে। তাঁদের ধর্ম, জাতি, পেশা, শহর সমস্ত কিছুতেই পার্থক্য রয়েছে। ফাহাদের কথায়, স্বরার সঙ্গে তাঁর একটিই মিল। তা হল যৌন আকর্ষণ।

আরো পড়ুন : টিনএজ বয়সের ব্যর্থ প্রেম, ঐশ্বর্য-ক্যাটরিনা নন, এই অভিনেত্রীর কারণেই আজও বিয়ে করেননি সলমন

সব বাধা পেরিয়ে এসেছেন তাঁরা

তবে ফাহাদ এও বলেন, সমস্ত বাধাই তাঁরা পেরিয়ে এতদূর এসেছেন। বিষয়টি কঠিন ছিল বটে, তবে বেশ মজারও ছিল। সমস্ত বিতর্ক, ট্রোল পেরিয়ে একসঙ্গে হয়েছেন তাঁরা। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে স্পেশ্যাল ম্যারেজ অ্যাক্ট মেনে বিয়ে করেন স্বরা (Swara Bhaskar) এবং ফাহাদ।

Swara Bhaskar

ওই বছরই সেপ্টেম্বর মাসে কন্যা সন্তানের জন্ম দেন স্বরা। মেয়ের নাম তাঁরা রেখেছেন রাবেয়া রমা আহমেদ। হিন্দু রীতি মেনেই পরিবারে মেয়ের গৃহপ্রবেশ করান স্বরা।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর