উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে , আগামী ৪৮ঘন্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা

 

বাংলা হান্ট ডেস্ক : নিম্নচাপের হাত ধরেই কলকাতায় বর্ষা আসার সম্ভাবনা।উত্তর বঙ্গোপসাগরেও প্রবল নিম্নচাপের সম্ভাবনা। তবে মৌসুমীবায়ুর আহ্বান বিষয়ে সঠিক বলতে পারছেনা আবহাওয়াবিদেরা।তবে ইতিমধ্যেই উত্তরবঙ্গে বর্ষার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে ।আগামী ৪৮ ঘন্টায় মাঝারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা ।আজও পশ্চিমের জেলা সহ দুই বর্ধমানে তাপপ্রবাহ এর পরিস্থিতি।

 

তবে আগামিকাল বজ্রবিদ্যুত সহ বৃষ্টির সম্ভাবনা নদীয়া, মুর্শিদাবাদ বীরভূম সহ দুই ২৪ পরগণায়। সিকিম থেকে বঙ্গোপসাগর পর্যন্ত অক্ষরেখা সৃষ্টি হয়েছে ।

50b2b img 20190617 wa0036

মধ্যপশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্নাবর্ত। এর জেরে মেঘ জমবে। তবে বৃষ্টির সম্ভাবনা কম।জানা যাচ্ছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২/৩ ডিগ্রি বেশি থাকবে।
বাংলায় বর্ষা ঢুকলেও আগামী দু’দিন গরমে পুড়বে দক্ষিণবঙ্গ, থাকবে চরম আর্দ্রতাজানিত অস্বস্তি।বৃষ্টির আশায় এখন প্রহর গোনা।


সম্পর্কিত খবর