‘মমতা নিজেই একজন দুর্দান্ত অভিনেত্রী’! দাদাসাহেব ফালকে পাচ্ছেন শুনেই মুখ খুললেন মিঠুন

বাংলা হান্ট ডেস্কঃ কেউ ‘মহাগুরু’, কেউ আবার ‘ডিস্কো ডান্সার’ নামে চেনে তাঁকে। সেই মিঠুন চক্রবর্তীকে (Mithun Chakraborty) এবার দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত করা হবে। সোমবার সকালেই এই খবর জানা গিয়েছে। তারকা থেকে শুরু করে অনুরাগী, প্রত্যেকে প্রশংসায় ভরিয়ে দিয়েছে অভিনেতাকে। এবার তিনি পাল্টা প্রশংসায় ভরালেন মমতাকে।

  • মমতা একজন দুর্দান্ত অভিনেত্রী, বললেন মিঠুন (Mithun Chakraborty)

দাদাসাহেব ফালকে (Dadasaheb Phalke) পুরস্কার পাচ্ছেন শুনে প্রথমেই অভিনেতা বলেছিলেন, ‘ফুটপাথের একটা ছেলে এত বড় সম্মান পাবে কখনও ভাবিনি। কলকাতার অন্ধ গলি থেকে আমি উঠে এসেছি। মুম্বইয়ের রাস্তার ফুটপাথে থেকেছি। এতবড় একটা সম্মান পাব কখনও কল্পনা করতে পারিনি। আক্ষরিক অর্থেই আমি হতবাক বিশ্বাস করুন’।

এখানেই না থেমে ‘মহাগুরু’ (Mithun Chakraborty) আরও বলেন, ‘আমি হাসতেও পারছি না, কাঁদতেও পারছি না। এমন একটা সম্মান দিলে কে কী বলবে কেউই কিছু বলতে পারে না। এই পুরস্কার আমি আমার পরিবার এবং দুনিয়া জুড়ে থাকা আমার অগণিত ভক্তদের উৎসর্গ করছি। আমি শুধু আমার সেই অনুরাগীদের বলতে চাই, যারা আর্থিকভাবে শক্তিশালী নয় যে আমি যদি এখানে পৌঁছতে পারি, তাহলে আপনারাও পারবেন’।

আরও পড়ুনঃ বিরাট আয়োজন! ডিএলএড উত্তীর্ণদের জন্য বড় খবর! নয়া উদ্যোগ প্রাথমিক শিক্ষা পর্ষদের

‘মৃগয়া’ ছবির হাত ধরে সিনেদুনিয়ায় পা রেখেছিলেন মিঠুন। সেখানে তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন মমতা শঙ্কর (Mamata Shankar)। মিঠুন দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হচ্ছেন শুনেই তিনি বলেছিলেন, এটা ‘মৃগয়া’র বড় প্রাপ্তি। এই পুরস্কার ‘মৃগয়া’কেই উৎসর্গ করা। একথা শুনে ‘মহাগুরু’ পাল্টা বলেন, ‘মমতা নিজেই একজন দুর্দান্ত অভিনেত্রী। সেই জন্য এত নম্র’।

Mithun Chakraborty

এদিকে মিঠুনের (Mithun Chakraborty) দাদাসাহেব ফালকে পাওয়ার খবরে উচ্ছ্বসিত টলিপাড়াও। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে ঋতুপর্ণা সেনগুপ্ত, প্রত্যেকে এই বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন। বুম্বাদা বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি এই মানুষটার বিশাল বড় ফ্যান। যে ডিস্কো ডান্সার থেকে তাহাদের কথা করতে পারে সে তো আমার কাছে অনুপ্রেরণা। আক্ষরিক অর্থে এই সম্মান পাওয়ার যোগ্য মিঠুনদা। এত বছর ধরে নিজের অভিনয়ের মাধ্যমে নিজের যে জায়গা তৈরি করেছেন, আমরা তাতে গর্বিত। দেশের অন্যতম সেরা অভিনেতা। এত বছরেও মিঠুনদা থামেননি। গুরু দেখে আমি রীতিমতো কেঁদে ফেলেছিলাম। দাদাকে আমার প্রণাম’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর