উত্তর থেকে দক্ষিণ, পাতালপথে হোক দেবী দর্শন! দেখে নিন পুজোয় মেট্রো গাইড

বাংলাহান্ট ডেস্ক : উত্তর থেকে দক্ষিণ, গোটা কলকাতা জুড়ে রয়েছে শত শত পুজো মন্ডপ। তবে পুজোর সময় ঠাকুর দেখতে গেলে প্রধান চিন্তার কারণ হয়ে দাঁড়ায় রাস্তার ভিড় ও ট্রাফিক জ্যাম। তবে বিগত কয়েক বছরে ব্যাপকভাবে উন্নতি ঘটেছে কলকাতার মেট্রো সিস্টেমের। বিভিন্ন মেট্রো স্টেশনের (Metro Station) কাছাকাছি রয়েছে বিখ্যাত সব পুজো। উত্তর থেকে দক্ষিণ, কোন মেট্রো স্টেশনের (Metro Station) কাছে কোন পুজো (Durgapuja) হচ্ছে তার গাইড এক নজরে এই প্রতিবেদনে।

মেট্রো স্টেশনে (Metro Station) নেমেই পৌঁছে যান প্যান্ডেলে

• দমদম : দমদম পার্ক সর্বজনীন, সিঁথি সর্বজনীন এবং সিঁথির মোড়ের বন্ধুদল স্পোর্টিং ক্লাব।

• বেলগাছিয়া : দমদম পার্ক ভারতচক্র, টালা প্রত্যয়, টালা বারোয়ারি। আরো একটু এগিয়ে গেলে রয়েছে শ্রীভূমি স্পোর্টিং।

• শ্যামবাজার : শ্যাম স্কোয়ার, জগৎ মুখার্জি পার্ক, বাগবাজার সর্বজনীন, ফ্রেন্ডস্‌ ইউনিয়নের মতো বেশ কিছু বড় দুর্গাপুজো রয়েছে শ্যামবাজার মেট্রো স্টেশনের কাছে।

Metro and metro station

• শোভাবাজার সুতানুটি : উত্তর কলকাতার প্রসিদ্ধ কিছু দুর্গাপুজো শোভাবাজার সুতানুটি মেট্রো স্টেশনের কাছেই। এই তালিকায় রয়েছে কুমোরটুলি পার্ক, কুমোরটুলি সর্বজনীন, আহিরীটোলা সর্বজনীন, বেনিয়াটোলা সর্বজনীন। হাঁটা পথে আরও একটু পাড়ি দিতে পারলে রয়েছে নলিন সরকার স্ট্রিট, গৌরীবাড়ি, তেলেঙ্গাবাগান,কাশী বোস লেন, করবাগান, হাতিবাগান নবীনপল্লি, সিকদার বাগানের পুজো।

• গিরিশ পার্ক : বিডন স্কোয়ার, সিমলা ব্যায়াম সমিতি, ৩৭ পল্লি, বিবেকানন্দ স্পোর্টিং, রবীন্দ্র কানন, পাথুরিয়াঘাটা ৫-এর পল্লি, চালতাবাগান ইত্যাদি।

আরোও পড়ুন : আরাধ্য ঈশ্বরই ‘বেস্ট ফ্রেন্ড’, নিজের পুজোর জামা না হলেও রাধা কৃষ্ণকে উপহারে ভরালেন দিব্যানী

• মহাত্মা গান্ধী রোড : মহম্মদ আলী পার্কের পুজো এই স্টেশনের খুবই কাছে। এছাড়াও রয়েছে কলেজ স্কোয়ার, শিয়ালদহ রেলওয়ে অ্যাথলেটিক ক্লাব ইত্যাদি।

• সেন্ট্রাল : বিখ্যাত সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো সেন্ট্রাল মেট্রো স্টেশনের কাছে। এছাড়াও এই স্টেশন থেকে কাছে পড়বে সুবোধ মল্লিক স্কোয়ার, কাপালিটোলা ও লেবুতলা পার্কের পুজো।

• নেতাজি ভবন : দক্ষিণ কলকাতার এই মেট্রো স্টেশনের কাছাকাছি রয়েছে পদ্মপুকুর বারোয়ারি সমিতি, ভবানীপুর দুর্গোৎসব, ভবানীপুর ৭৫ পল্লি, হরিশ পার্ক, অগ্রদূত উদয় সঙ্ঘ, ৬৮ পল্লি, সঙ্ঘশ্রী ও সঙ্ঘমিত্র।

আরোও পড়ুন : প্রচুর সরকারি কর্মী চাই! আবাস যোজনার সমীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতে বিরাট পদক্ষেপ সরকারের

• যতীন দাস পার্ক : হাজরা মোড়ে অবস্থিত এই মেট্রো স্টেশনের কাছাকাছি সব থেকে বড় পুজো হল ম্যাডক্স স্কোয়ার।  এছাড়াও রয়েছে ২৩ পল্লি, বকুল বাগান সর্বজনীন, ২১ পল্লি, আদি বালিগঞ্জ।

• কালীঘাট : বাদামতলা আষাঢ় সঙ্ঘ, ৬৬ পল্লি, চেতলা অগ্রণী, দেশপ্রিয় পার্ক, বালিগঞ্জ কালচারাল, সমাজসেবী, ট্রায়াঙ্গুলার পার্ক, হিন্দুস্তান পার্ক, সিংহি পার্ক, একডালিয়া এভারগ্রিনের মতো বিখ্যাত পুজোগুলি দেখে নিতে পারবেন কালীঘাট মেট্রো স্টেশনে নেমে।

Lakshmir Bhandar Durga Puja

• রবীন্দ্র সরোবর : রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের কাছেই পড়ে মুদিয়ালি ও শিব মন্দিরের সংঘের পুজো। চাইলে এখান থেকে চলে যেতে পারেন নিউ আলিপুর সুরুচি সংঘ ও বেহালার দিকে।

• মহানায়ক উত্তম কুমার বা টালিগঞ্জ : হরিদেবপুর অজেয় সংহতি,বড়িশা ক্লাব, পল্লি উন্নয়ন সমিতি, ৪১ পল্লি।

• গীতাঞ্জলি বা নাকতলা : এই স্টেশন থেকে খুব কাছে রয়েছে নাকতলা উদয়ন সঙ্ঘ।


Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর