বাংলা হান্ট ডেস্ক: ঘনিয়ে আসছে বিপদ, ২০২০ সালের মধ্যে দিল্লি, বেঙ্গালুরু, চেন্নাই এবং হায়দরাবাদের মতো শহরে ফুরিয়ে যাবে ভূগর্ভস্থ জল। অন্তত ১০ কোটি ভারতীয় পড়বেন জলসঙ্কটে। বৃহস্পতিবার এমনটাই দাবি করা হয়েছে নীতি আয়োগের রিপোর্টে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ পার্লামেন্টে আজ বিশেষ বক্তৃতায়, সতর্কবার্তা দিয়েছেন জলসঙ্কট নিয়ে।
নীতি আয়োগের রিপোর্টে থেকে আরও জানা গেছে, দেশের ৪০ শতাংশ মানুষ ২০৩০ সালের মধ্যে ভুগবেন পানীয় জলের অভাবে। তবে আসন্ন ২০২০ নিয়ে চিন্তা বেশি সকলের। কয়েকদিন পরেই আসতে চলেছে এই মহামারী। চেন্নাইয়ে শুকিয়ে গিয়েছে তিনটি নদী, চারটি জলাশয়, পাঁচটি জলাভূমি এবং ছ’টি জঙ্গল সম্পূর্ণ। কিন্তু চেন্নাইয়ে জলের উৎস বাড়ানো হয়েছে অন্য বড় শহরগুলোর তুলনায়। বৃষ্টিও তুলনামূলক ভাবে বেশি হয়েছে। কিন্তু তাতেও কাটছে না সঙ্কট।
বিশেষজ্ঞদের জানিয়েছেন, একা সরকার এই জল-সমস্যার সমাধান করতে পারবেন না। সাধারণ মানুষকেও সমান উদ্যোগ নিয়ে কাজ করে এই সমস্যা দূর করতে হবে।