দমই নেই! ‘স্ট্রাইক আনটিল হসপিটালাইজেশন মাত্র’, জুনিয়র ডাক্তারদের অনশনকে তীব্র কটাক্ষ কল্যাণের

বাংলা হান্ট ডেস্কঃ জুনিয়র চিকিৎসকদের (Junior Doctors) আন্দোলন-অনশন নিয়ে ফের বিস্ফোরক তৃণমূলের হেভিওয়েট সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় (MP Kalyan Banerjee)। আর জি কর (RG Kar) ঘটনার প্রতিবাদে আমরণ অনশনে বসেছেন জুনিয়র ডাক্তারদের একাংশ। আজ প্রায় ১০ দিন পূর্ণ হতে চলল জুনিয়র ডাক্তারদের অনশন। টানা অনশনের জেরে ইতিমধ্যেই অসুস্থও হয়ে পড়েছেন বেশ কয়েকজন চিকিৎসক। হাসপাতালে চিকিৎসা চলছে তাদের। এবার ডাক্তারদের সেই অনশনকেই জোর কটাক্ষ কল্যাণের।

ঠিক কি বললেন তৃণমূল সাংসদ?

এদিন সংবাদমাধ্যমের সামনে প্রতিক্রিয়া জানাতে গিয়ে চিকিৎসকদের হাঙ্গার স্ট্রাইক আনটিল ডেথ কে হাঙ্গার স্ট্রাইক আনটিল হসপিটালাইজেশন বলেন তীব্র কটাক্ষ করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার কথায়, ‘যতক্ষণ পর্যন্ত হাসপাতালে না যাচ্ছে ততক্ষন পর্যন্তই হাঙ্গার স্ট্রাইক চলছে। হসপিটালে গেলেই সব শেষ। কাল রাতে বা আজ সকালে দেখলাম উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে একজন ফাস্টিং শুরু করেছে। বিকেলেই দেখলাম হাসপাতালে ভর্তি হয়ে গেছে। দমই নেই। ”

কল্যাণ আরও বলেন, ‘ওদের যা ইচ্ছা করুক। ওরা তো আর মানুষের সেবা করতে যায়নি, ওরা নিজেদের ব্যাপারটা গুছিয়ে নিতে এসেছে। গ্রাম বাংলার মানুষের কাছে যাক না মানুষ বুঝিয়ে দেবে ঠিক মতো উত্তর। ওই ধর্মতলার সেফ জোনে ৫০ খানা ক্যামেরা লাগিয়ে, ৫০টা চ্যানেল নিয়ে অনেক কিছু বলা যায়। সে ওরা যা ইচ্ছা করুক। সিবিআই এর বিরুদ্ধেও তো একটা মামলা করতে পারে।’

এরপরই বড় অভিযোগ তুলে প্রবীণ রাজনীতিক বলেন, ‘ডাক্তাররা যারা এসব করছে তারা বাচ্চা ছেলে। ওদের মাথাটা গুলো খাচ্ছে সব বুড়ো মাথার লোকগুলো, মাথায় যত শয়তানি বুদ্ধি। ক্ষমতায় আসতে পারবে না। তাদের উপরে কিছু সিনিয়র ডাক্তার আছে হাসপাতালের কিছু মাকু পার্টি আছে। সব পিছন থেকে খেলছে।’

kalyan banerjee

আরও পড়ুন: দ্রোহ কার্নিভাল প্রত্যাহার নয়! উল্টে মুখ্যসচিবকে আমন্ত্রণ ডাক্তারদের! তুমুল শোরগোল

প্রসঙ্গত, এই প্রথম নয়, এর আগেও ডাক্তারদের আক্রমণ করেছিলেন কল্যাণবাবু। জুনিয়র ডাক্তাররা একদিকে কর্মবিরতিতে অংশ নিলেন। অন্যদিকে আবার স্টাইপেন্ডও নিলেন। এটা কোন যুক্তিতে করা হল? আবার তারা সই করলেন হাজিরা খাতাতেও। এসব কিভাবে সম্ভব?‌ কিছুদিন আগে এই প্রশ্ন তুলেই আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের তোপ দেগেছিলেন তৃণমূল সাংসদ। যা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া উঠে এসেছিল নাগরিক সমাজ থেকে।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর