বাংলা হান্ট ডেস্ক : ধানতেরাসের আগে ক্রমাগত বেড়েই চলেছে সোনার দাম (Gold Price)। বর্ধিত সোনার দামে (Gold Price) কার্যত হাত পোড়ার জোগাড় মধ্যবিত্তের। যার ফলে উৎসবের মুখেও একেবারে খাঁ-খাঁ করছে সোনার দোকানগুলো। এই পরিস্থিতিতে কেনা বেচাও লাটে ওঠার জোগাড় সোনা প্রেমীদের (Gold Price)। কিন্তু সারা বছর ধনতেরাসের সময় সৌভাগ্য লাভের আশায় অনেকেই সোনা কেনার অপেক্ষায় থাকেন।
কলকাতায় সোনার দাম (Gold Price) কত?
তাই যারা চড়া দামেই সোনা কেনার কথা ভাবছেন আজকের দিনে তারা দোকানে যাওয়ার আগে একবার চোখ বুলিয়ে নিন সোনার দামে (Gold Price)। প্রসঙ্গত বিগত কয়েক দিনে একই সাথে কলকাতায় দাম বেড়েছে রুপোর-ও। আসুন তাহলে দেখে নেওয়া যাক আজ কলকাতায় রুপোর দাম-ই বা কত?
২২ ক্যারেট সোনার দাম কত?
ধনতেরাসের আগেই আবার ঊর্ধ্বমুখী সোনার দাম। আজ অর্থাৎ শুক্রবার ২৫ অক্টোবর কলকাতায় ১ গ্রাম ওজনের ২২ ক্যারাট সোনার দাম রয়েছে ৭ হাজার ২৮৪ টাকা। এরফলে ১০ গ্রাম ওজনের হলমার্ক সোনা কিনতে খরচ হবে মোট ৭২ হাজার ৮৪০ টাকা।
২৪ ক্যারেট সোনার দাম কত?
উৎসবের মুখে আবার আগুন খাঁটি সোনার দামও। আজকের দিনে অর্থাৎ শুক্রবার ২৫ অক্টোবর কলকাতায় ১ গ্রাম ওজনের ২৪ ক্যারেট সোনা কিনতে খরচ হবে ৭ হাজার ৯৪৬টাকা। তাই আজকের দিনে কলকাতায় ১০ গ্রাম ওজনের ২৪ ক্যারেট সোনার দাম পড়বে ৭৯ হাজার ৪৬০ টাকা।
২২ এবং ২৪ ক্যারেট সোনার মধ্যে পার্থক্য কী?
তবে যারা গয়না কিনবেন তাদের জন্য ২২ ক্যারেটের সোনা নেওয়াই ভালো। কারণ ২২ এবং ২৪ ক্যারেট সোনার মধ্যে রয়েছে একটা বিশেষ পার্থক্য। আসলে ২৪ ক্যারেট সোনা ৯৯.৯% খাঁটি এবং ২২ ক্যারেট সোনা প্রায় ৯১ শতাংশ খাঁটি। কিন্তু সামান্য খাদ না থাকলে তা দিয়ে গয়না তৈরী করা যায় না। তাই ২২ ক্যারেট সোনার ক্ষেত্রে যেহেতু ৯% অন্যান্য ধাতু যেমন তামা, রুপো, দস্তা মিশিয়ে গয়না তৈরি করা হয়, তাই অধিকাংশ গয়না বিক্রেতারাই ২২ ক্যারেটের সোনা বিক্রি করেন।
আরও পড়ুন : বহু বছর পর আবার টেলিভিশনের পর্দায় ফিরছেন মনামি! আসছেন কোন মেগায়?
১৮ ক্যারেট সোনার দাম কত?
যে হারে সোনার দাম বাড়ছে তাতে বাজেটের কথা ভেবেই অনেকে ১৮ ক্যারেটের সোনা কেনার কথা ভাবছেন। আজ কলকাতায় ১ গ্রাম ওজনের ১৮ ক্যারেট সোনার দাম রয়েছে ৫ হাজার ৯৬০ টাকা। যার ফলে আজ ১০ গ্রাম ওজনের ১৮ ক্যারেট সোনা কিনতে খরচ হবে মোট ৫৯ হাজার ৬০০ টাকা।
আজ কলকাতায় রুপোর দাম কত?
প্রসঙ্গত বিগত কয়েক দিনে শুধু সোনা নয়, সেইসাথে পাল্লা দিয়ে দাম বেড়েছে রুপোর-ও। তাই কেউ যদি আজই রুপো কেনার কথা ভাবেন তাহলে এখনই দেখে নিন রুপোর দাম। আজ কলকাতায় ১ কেজি রুপোর দাম ১ লক্ষ ১ হাজার ৯০০ টাকা।