নতুন বউয়ের সাজেই সংসদে নুসরত, সাথেই শপথ নিলেন বান্ধবী মিমিও

 

বাংলা হান্ট ডেস্ক:   সদ্য তার বিয়ে হয়েছে। সিঁথি ভর্তি সিঁদুর, হাতে চূড়া, হাতের মেহেন্দি এখনও অমলিন।চেহারায় স্পষ্ট ভাবে ফুটে উঠেছে নতুন বউয়ের ছাপ। বিয়ে সেরে মঙ্গলবার নতুন বউ এর সাজ নিয়েই সংসদে দাঁড়িয়ে শপথ নিলেন বসিরহাটের জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী নুসরত জাহান। তাঁর পরই শপথ নেন প্রিয় বান্ধবী যাদবপুরের জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী মিমি চক্রবর্তীও।

 

বিয়ের জন্য নির্দিষ্ট দিনে শপথ নিতে পারেননি অভিনেত্রী তথা সাংসদ নুসরত জাহান। একই সাথে প্রিয় বান্ধবীর বিয়েতে যোগ দিতে তুরস্কে যাওয়ায় নির্দিষ্ট দিনে শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে পারেননি মিমিও। রবিবার বিয়ে সেরে স্বামী নিখিল জৈনের সঙ্গে তুরস্ক থেকে দিল্লি ফেরেন নুসরত। তার পরেই শপথ নেন মিমিও।নির্দিষ্ট দিনের বদলে আজ সংসদে শপথ নেন । শপথগ্রহণের পর মিমি ও নুসরত দুজনকেই স্পিকারের পা ছুঁয়ে প্রণাম করতে দেখা যায়।

eff01 img 20190625 wa0023

সূত্র অনুযায়ী,আগামী ২৮ জুন বসিরহাট যেতে পারেন নুরসত।

সম্পর্কিত খবর