বাংলা হান্ট ডেস্কঃ দীর্ঘ ৯ বছরের টানাপড়েন শেষে শুরু হয়েছে নিয়োগ প্রক্রিয়া। কলকাতা হাইকোর্টের নির্দেশে জটিলতা কাটিয়ে শুরু হয়েছে কাউন্সেলিং (SSC Recruitment)। এর মাঝেই স্কুল সার্ভিস কমিশন এমন একটি তথ্য তুলে ধরেছে যা রীতিমতো চমকে দিতে পারে।
কাউন্সেলিংয়ের মাঝে কী জানাল এসএসসি (SSC Recruitment)?
দুর্নীতি কাঁটায় বহুবার বিদ্ধ হতে হয়েছে স্কুল সার্ভিস কমিশনকে। চাকরির দাবিতে আন্দোলনে নেমেছেন হাজার হাজার চাকরিপ্রার্থী। জল গড়িয়েছে আদালত অবধি। দীর্ঘ টানাপড়েন শেষে সম্প্রতি ২০১৬ সালের উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশ মতোই এমনটা হয়েছে। তবে এর মাঝেই এসএসসি সূত্রে জানা যাচ্ছে, কাউন্সেলিংয়ের ডাক পাওয়া সত্ত্বেও বহু চাকরিপ্রার্থী আসেননি।
স্কুল সার্ভিস কমিশন (School Service Commission) সূত্রে খবর, কাউন্সেলিংয়ের ডাক পেয়ে না আসা চাকরিপ্রার্থীর সংখ্যা প্রায় ১৪%। রিপোর্ট বলছে, উচ্চ প্রাথমিকের কাউন্সেলিংয়ের জন্য এখনও অবধি প্রায় ৪৫০ চাকরিপ্রার্থীকে ডেকেছে এসএসসি। তাঁদের মধ্যে ১৪% চাকরিপ্রার্থী আসেননি বলে খবর। দীর্ঘ ৯ বছরের জটিলতা কাটিয়ে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ায় অনেকের মধ্যে অনীহা দেখা যাচ্ছে বলে অনুমান করা হচ্ছে।
আরও পড়ুনঃ ৮০ পেরোলেই মালামাল! মিলবে আরও বেশি পেনশন, সরকারি কর্মীদের জন্য জারি নয়া নির্দেশিকা
এদিকে এখনও বাংলা মাধ্যমের কাউন্সেলিং শুরু হয়নি। আগামী ১১ নভেম্বর থেকে বাংলা মাধ্যমের কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে। সেই সময় চাকরিপ্রার্থীদের সংখ্যা বৃদ্ধি পায় কিনা নজর থাকবে সকলের।
উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য ১৪ হাজারের কিছু বেশি চাকরিপ্রার্থীর নামের তালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন (SSC Recruitment)। উচ্চ আদালতের নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কয়েকজন চাকরিপ্রার্থী। তবে শীর্ষ আদালত সেই মামলা গ্রহণ করেনি। সেই কারণে উচ্চ আদালতের নির্দেশ মতোই বর্তমানে কাউন্সেলিং চলছে।