হাসিনার মেয়েকে পাশ কাটিয়ে সরাসরি WHO -কে চিঠি, বড় পদক্ষেপ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের

বাংলা হান্ট ডেস্ক : মাত্র কয়েক মাসের ব্যবধানে বাংলাদেশের (Bangladesh) সামাজিক রাজনৈতিক জীবনে মধ্যে এসেছে আমূল পরিবর্তন। ওপার বাংলার (Bangladesh) কোটা বিরোধী ছাত্র আন্দোলনের হাত ধরে এক ঐতিহাসিক আন্দোলনের সাক্ষী থেকেছে গোটা পৃথিবী। পরবর্তীকালে এই ছাত্র আন্দোলনই রূপ নিয়েছিল সরকার বিরোধী গণ আন্দোলনের।

যার জেরে চাপের মুখে পড়ে একপ্রকার বাধ্য হয়েই  প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছিলেন সেদেশের (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল (Saima Wazed) বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু-এর দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক। গত বছরের নভেম্বর মাসের পয়লা তারিখেই হু-এর দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক পদে নির্বাচিত হয়েছিলেন তিনি।

পরবর্তীকালে অর্থাৎ গত বছরের ১ ফেব্রুয়ারিতে এই পদের পরিচালক হিসেবে নির্বাচিত হন ওয়াজেদ পুতুল। আর তারপরেই  আগামী ৫ বছরের জন্য এই পদের দায়িত্বভার গ্রহণ করেছেন তিনি। তাই নিয়ম অনুযায়ী বাংলাদেশের অন্তবর্তী সরকারকে যদি হু-এর সাথে যোগাযোগ করতে হয় কিংবা হু-কে যদি বাংলাদেশের সাথে যোগাযোগ করতে হয়  তাহলে উভয় ক্ষেত্রে সেটা করতে হবে সায়মা ওয়াজেদ পুতুলের মাধ্যমে। কিন্তু এতেই আপত্তি রয়েছে বাংলাদেশের বর্তমান অন্তবর্তী সরকারের।

তাই দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মার পাশ কাটিয়েই তারা এখন সরাসরি হু-এর সাথে যোগাযোগ স্থাপন করতে চাইছন। এই মর্মে ইতিমধ্যেই আবেদন জানিয়ে হু-কে চিঠিও পাঠিয়েছে বাংলাদেশের অন্তবর্তী সরকার।কিন্তু হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার? প্রসঙ্গত বুধবার সন্ধ্য়ায় আয়োজিত একটি সাংবাদিক বৈঠকে একথা জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রেস উইং। এদিনের সেই বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপ–প্রেস সচিব মহম্মদ আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গির।

আরও পড়ুন : ঘোরতর সঙ্কটে ইউনূস সরকার, মুখ ফেরাতে পারে বিশ্বব্যাঙ্ক, অর্থনৈতিক অনটনের গ্রাস করবে বাংলাদেশকে!

বাংলাদেশের এই পদক্ষেপ নেওয়ার পিছনে একাধিক যুক্তি দেখিয়েছেন জাহাঙ্গির। তাঁর দাবি, পরিচালকের দায়িত্বে থাকা সায়মা ওয়াজেদ পুতুল একেবারেই নিষ্ক্রিয় রয়েছেন। এছাড়াও তাঁর বিরুদ্ধে নাকি বাংলাদেশের একাধিক আর্থিক ও ফৌজদারি মামলা রুজু করা হয়েছে। জানা যাচ্ছে, গত ৫ অগাস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর থেকে নাকি তাঁর বিরুদ্ধে মোট ২০০টিরও বেশি মামলা রুজু হয়েছে।

Bangladesh 1

এর মধ্যে কয়েকটি মামলায় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকেও দোষী সাবস্ত করা হয়েছে। তাই এই জটিল পরিস্থিতিতে সায়মাকে মাঝে রেখে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার হু-এর সাথে কাজ করতে নারাজ। তারা এখন সরাসরি হু-এর সঙ্গে যোগাযোগ করতে চাইছেন।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর