পুজো উদ্বোধন করে ফেরার পথেই বিপত্তি! তৃণমূলের হাতেই আক্রান্ত সন্দেশখালির বিধায়ক

বাংলা হান্ট ডেস্কঃ বছরের শুরুতেই সংবাদের শিরোনামে উঠে এসেছিল সন্দেশখালি। ইডি পেটানো থেকে শুরু করে শেখ শাহজাহানের বিরুদ্ধে গ্রামবাসীদের প্রতিবাদ, সবকিছুর সাক্ষী থেকেছে বাংলা। এবার যেমন দীপাবলির আবহে ফের একবার চর্চার কেন্দ্রে উঠে এল এই গ্রাম। কালীপুজোর উদ্বোধন সেরে ফেরার পথে তৃণমূলের হাতে আক্রান্ত হলেন সন্দেশখালির তৃণমূল (Trinamool Congress) বিধায়ক!

  • কালীপুজোর রাতে তৃণমূল (Trinamool Congress) বিধায়কের ওপর হামলা!

রিপোর্ট অনুযায়ী, গতকাল রাতে ন্যাজাট থানার শিমূলহাটিতে একটি কালীপুজোর (Kali Puja) উদ্বোধনে গিয়েছিলেন সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো। সেখান থেকে ফেরার পথেই বাঁধে বিপত্তি! বিধায়কের গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ। হাটগাছি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল কাদের মোল্লা এবং তাঁর শাগরেদদের বিরুদ্ধে এই হামলা চালানোর অভিযোগ উঠেছে। অভিযুক্ত আব্দুল কাদের শেখ শাহজাহানের অনুগামী হিসেবে পরিচিত।

জানা যাচ্ছে, কালীপুজোর রাতে হামলার এই ঘটনায় ইতিমধ্যেই পুলিশের দ্বারস্থ হয়েছেন সন্দেশখালির বিধায়ক। ন্যাজাট থানায় অভিযোগ দায়ের করেছেন। এই ঘটনার জেরে আজ সকালে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে সুকুমারের (Sukumar Mahato) ওপর তৃণমূলের হামলা চালানোর অভিযোগ ওঠায় রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়ে গিয়েছে।

আরও পড়ুনঃ দু’বছর পর ফিরেছেন! মা কালীর কাছে কী চাইলেন? নিজে মুখেই জানালেন অনুব্রত

জানা যাচ্ছে, গতকাল রাতে তৃণমূল (TMC) বিধায়কের গাড়ি লক্ষ্য করে যখন ইটবৃষ্টি শুরু হয়, তখন তাঁকে বাঁচাতে এগিয়ে আসেন তাঁর কয়েকজন অনুগামী। সেই সময় ৪ জন জখম হন বলে খবর। জানা যাচ্ছে, তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

Sukumar Mahato Trinamool Congress MLA

অন্যদিকে যে আব্দুল কাদের মোল্লা এবং তাঁর শাগরেদদের বিরুদ্ধে সন্দেশখালির তৃণমূল (Trinamool Congress) বিধায়কের ওপর হামলা চালানোর অভিযোগ, তিনি বলেন, ‘আইসিডিএসের হেল্পারের ইন্টারভিউতে প্রোমোশন দেওয়ার নাম করে টাকা চেয়েছে বিধায়ক। এরপর কাজ না হওয়ায় অনেকেই বিধায়কের অফিসে গেলে তাঁদের ঢুকতে দেওয়া হয়নি। এসব ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে। আমি যতদূর শুনেছি, কিছুজন বিধায়কের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন। উনি গাড়ির কাঁচ না নামানোয় হামলা চালানো হয়’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর