একি কাণ্ড! বিবাহিত মহিলা পেলেন ‘কন্যাশ্রী’র টাকা, মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প নিয়ে হৈচৈ

বাংলা হান্ট ডেস্কঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের প্রকল্প কন্যাশ্রী (Kanyashree), বিশ্বজোড়া সুখ্যাতি তার, এবার সেই প্রকল্প নিয়েই শোরগোল। যে প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার তরফে অবিবাহিত ছাত্রীদের এককালীন ২৫ হাজার টাকা দেওয়া এবার সেই প্রকল্পের টাকা পেলেন এক বিবাহিত মহিলা। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের (Murshidabad) ভগবানগোলার নেতাজি মোড় এলাকায়। খবর প্রকাশ্যে আসতেই জোৎস্না বিবি নামের ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। ওদিকে মূল অভিযুক্ত হিসেবে আটক করা হয়েছে এক যুবককে।

ঠিক কি ঘটেছিল?

জানা গিয়েছে, ওই মহিলা জানতে পারেন এক যুবক নাকি যে কোনও বয়সি মহিলাকেই ‘কন্যাশ্রী’র টাকা পাইয়ে দিতে পারেন। শুধু নথি দিলেই হয়ে যায় কাজ। আর কাজের বিনিময়ে দিতে হয় কিছু টাকা। সেভাবে ওই যুবকের সাহায্য নিয়ে কন্যাশ্রীর আবেদন করেন বিবাহিত এক মহিলা। প্রকল্পের টাকা পেয়েও গিয়েছিলেন তিনি। তবে তারপরই বিপত্তি।

সূত্রের খবর, প্রকল্পের ২৫ হাজার টাকার মধ্যে ২০ হাজার টাকাই চেয়ে বসেন ওই ‘দালাল’ যুবক। আর সেই টাকা আনতে গিয়েই ফাঁদে পা। আটক হন জামিরুদ্দিন নামের এক যুবক। যেই বিবাহিত মহিলা কন্যাশ্রীর টাকা পেয়েছেন তিনিই ওই যুবককে ধরিয়ে দিয়েছেন। জানা গিয়েছে জামিরুদ্দিন ‘কাটমানির’ টাকা আনতে গেলে তাকে স্থানীয়েরা ঘিরে ফেলেন। এরপরই খবর দেওয়া হয় থানায়।

পুলিশ সূত্রে খবর, জোৎস্না রানিতলা থানার বিডিও পাড়া এলাকার বাসিন্দা। তিনি জানিয়েছেন, নিজের এক আত্মীয়ের মাধ্যমে জানতে পারেন জামিরুউদ্দিন কিছু টাকা দিলে তার বিনিময়ে কন্যাশ্রী প্রকল্পের টাকা পাইয়ে দিতে পারেন। সেই খবর শুনেই তিনি নথিপত্র নিয়ে ওই যুবকের সঙ্গে যোগাযোগ করেন। এরপর যথারীতি বিবাহিত হওয়া সত্ত্বেও কন্যাশ্রী প্রকল্পের টাকাও পেয়ে যান।

kanyashree 2 2

আরও পড়ুন: খেলা হবে! বীরভূমে ফের চেনা ছবি, অনুব্রত জেল থেকে ফিরতেই যা হচ্ছে.., তুঙ্গে শোরগোল

জোৎস্নাদেবীর দাবি, কন্যাশ্রীর পাইয়ে দেওয়ার বিনিময়ে অভিযুক্ত ২৫ হাজার টাকার মধ্যে ২০ হাজার টাকাই তাকে দিতে হবে বলে দাবি করেন। বলেন নয়তো তার নথি আর তাকে ফেরত দেওয়া হবে না। এরপরই জ্যোৎস্না সেই শর্তে রাজি হন। এদিকে শুক্রবার অভিযুক্ত যুবক সেই টাকা নিতেই তার কাছে যেতেই স্থানীয়রা তাকে পুলিশের হাতে তুলে দেন।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর