বাংলা হান্ট ডেস্কঃ প্রত্যেক বছর নিজের বাড়িতে ভাইফোঁটার আয়োজন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানে উপস্থিত হন রাজ্যের একাধিক মন্ত্রী, বিধায়ক, নেতারা। চলতি বছরও অন্যথা হয়নি। এবার যেমন মুখ্যমন্ত্রীর হাত থেকে ফোঁটা নিয়ে নিজের ‘ভুল’ নিয়ে মুখ খুললেন রাজীব বন্দ্যোপাধ্যায়।
মমতার (Mamata Banerjee) হাত থেকে ফোঁটা নেওয়ার পর কী বললেন রাজীব?
আজ মুখ্যমন্ত্রীর বাড়িতে ফোঁটা নিতে আসেন ফিরহাদ হাকিম, সুব্রত বক্সী থেকে শুরু করে জাভেদ খান, অরূপ বিশ্বাস, রাজীব বন্দ্যোপাধ্যায়রা (Rajib Banerjee)। মমতার হাত থেকে ফোঁটা নেওয়ার পর রাজীব বলেন, ’প্রত্যেক বছর দিদি ভাইদের ডাকেন। দিদির এই ভাইফোঁটার কোনও তুলনা নেই। প্রত্যেক বছর এই দিনটার জন্য মুখিয়ে থাকি যে দিদির কাছে কখন যাব আর ওনার হাত থেকে ভাইফোঁটা নেব’।
এর পাশাপাশি নিজের একটি ‘ভুল’ নিয়েও মুখ খোলেন রাজীব। আসলে একুশের বিধানসভা ভোটের আগে তৃণমূলের (Trinamool Congress) হাত ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। যদিও কয়েকমাসের মধ্যেই মোহভঙ্গ হয় তাঁর। এরপর ফের জোড়াফুল শিবিরেই ফিরে আসেন। ওই একই বছরের অক্টোবর মাসে ত্রিপুরার আগরতলার একটি সভায় রাজীবের হাতে দলের পতাকা তুলে দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুনঃ ফাঁকিবাজির দিন শেষ! উৎসবের আবহে এক পদক্ষেপে রাতের ঘুম উড়ল শিক্ষকদের!
আজ মমতার হাত থেকে ভাইফোঁটা নিয়ে বেরনোর সময় রাজীব এই নিয়ে বলেন, ‘সবার জীবনেই কখনও না কখনও অঘটন ঘটে। তেমনই আমার জীবনে কয়েকটা মাস দুর্ঘটনা ঘটেছিল। সেটার জন্য আমি অনুতপ্ত। আমি ক্ষমাও চেয়েছি। বারবার বলেছি, ওটা আমার ভুল ছিল। আর মানুষ যদি নিজের ভুল উপলব্ধি করে সঠিক পথে চলতে পারে, তাহলে সেটাই ওই মানুষের আসল পরিচয়’।
বছর তিনেক আগে মমতার (Mamata Banerjee) দলের হাত ছাড়লেও এখন তিনি তৃণমূলে সক্রিয় বলেই জানান রাজীব। বলেন, বর্তমানে মেদিনীপুর উপনির্বাচনের দায়িত্বে রয়েছেন। দলের তরফ থেকে যখন যেখানে দায়িত্ব দেওয়া হয়েছে, পালন করেছেন। আগামীদিনেও সেটাই করবেন বলে জানান রাজীব। একইসঙ্গে বলেন, ‘দিদির সঙ্গেই থাকব। দিদি যা বলবেন করব’।