বাংলা হান্ট ডেস্ক : চাকরি দেওয়ার নাম করে টাকা হাতানোর অভিযোগ এ রাজ্যে নতুন নয়। এবার এই একই অভিযোগে কাঠগড়ায় প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) আপ্ত সহায়ক পরিমল রায়। বিধানসভায় টিকিট দেওয়া এবং চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতানোর অভিযোগ উঠল তার বিরুদ্ধে।
নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) PA-র বিরুদ্ধে লক্ষাধিক টাকা কারচুপির অভিযোগ
এই ঘটনার ইতিমধ্যেই তার বিরুদ্ধে ময়নাগুড়ি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে এ প্রসঙ্গে পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে জানিয়েছেন ইতিমধ্যে নির্দিষ্ট ধারায় মামলার রুজু করে তদন্তপ্রক্রিয়া শুরু করা হয়েছে। অন্যদিকে এই ঘটনা সামনে আসতেই নিশীথ প্রামাণিক (Nisith Pramanik) স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই নামে তার কোন পিএ নেই কোনদিন ছিলও না।
ময়নাগুড়ি এলাকার বাসিন্দা, বিশ্বনাথ শীলের দাবি নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) আপ্ত সহায়কের পরিচয় দিয়ে পরিমল রায় তার এক অনাথ ভাগ্নে সহ এলাকার আরো কিছু যুবকদের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এছাড়া ২০২১ সালের বিধানসভা নির্বাচনে টাকার বিনিময়ে তাকে টিকিট পাইয়ে দেওয়ার বিষয়েও আশ্বস্ত করেছিলেন।
আরও পড়ুন : দশম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ, তৃণমূল নেত্রী পিসির ভয় দেখিয়েও জেলে অভিযুক্ত
সেই সময় তিনি বিশ্বনাথ বাবুর অ্যাকাউন্টে অনলাইনে মোটা টাকাও পাঠিয়েছিলেন। জানা যাচ্ছে, বিশ্বনাথ শীলের থেকে ওই আপ্ত সহায়ক প্রায় ৫০ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছিল। এপ্রসঙ্গে জানার জন্য সংবাদমাধ্যমের তরফ থেকে নিশীথের আপ্ত সহায়ক পরিমল রায়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি। প্রসঙ্গত এই বিশ্বনাথ শীল হলেন ময়নাগুড়ি মাধব ডাঙা এলাকার বাসিন্দা। তিনি বিজেপি-র মেখলিগঞ্জ ব্লক সভাপতি।
নিশীথ প্রামাণিকের আপ্ত সহায়কের বিরুদ্ধে তার অভিযোগ, ‘২০১৪ সালে সিপিএম ছেড়ে বিজেপিতে যাই। তারপর থেকে বিজেপি করি। এরপর নিশীথ প্রামাণিকের সঙ্গে পরিচয় হয়। এরপর তাঁকে ফোন করে একদিন তাঁর বাড়ি যাই। আমার এক অনাথ ভাগ্নে আছে। তাঁর চাকরির জন্যই বলি। উনি আশ্বাস দিয়ে বলেন দিল্লিতে চাকরি হয়ে যাবে। তবে আমি রাজি হইনি। কারণ ও অনাথ সেই কারণে। এরপর ওই ব্যক্তি অর্থাৎ পরিমল রায় আমায় নিজেকে নিশীথ প্রামাণিকের পিএ পরিচয় দিয়েছে ধাপে ধাপে কখনও পঞ্চাশ লক্ষ, কখনও এক লক্ষ কখনও দুই লক্ষ টাকা নিয়েছে। আমায় টিকিট পাইয়ে দেবেও বলেছিল।’