উৎসবের মরসুমেই ফুলেফেঁপে উঠল সরকারি কোষাগার! GST বাবদ কত আয় হল অক্টোবরে?

বাংলা হান্ট ডেস্ক : অক্টোবর মাস মানেই উৎসবের মাস। শুরু থেকে শেষ পর্যন্ত একের পর এক পুজো পার্বণ। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজা থেকে শুরু করে লক্ষ্মীপূজো,কালীপুজো এবছর সবই পড়েছে অক্টোবরে। তাই জমিয়ে চলেছে কেনাকাটাও। তাতেই এবার অক্টোবর মাসে বিরাট লক্ষী লাভ হয়েছে সরকারি কোষাগারে।

অক্টোবর মাসে GST বাবদ কত আয় হল সরকারের

এই উৎসবের মরশুমেই ফুলে ফেঁপে উঠেছে সরকারি কোষাগার। সদ্য প্রকাশ্যে এসেছে অক্টোবর মাসের জিএসটি (GST) বাবদ যাবতীয় খরচের হিসাব। রিপোর্ট বলছে এই অক্টোবর মাসে জিএসটি (GST) আদায়ের পরিমাণ বেড়েছে প্রায় ৯ শতাংশ। আর তার জন্য বিশেষজ্ঞরা দায়ী করছেন সাধারণ মানুষের কেনাকাটাকেই।

যার ফলে এই নিয়ে দ্বিতীয় বার সর্বোচ্চ জিএসটি (GST) আদায়ের রেকর্ড করেছে কেন্দ্র। এপ্রিল মাসের পর এই অক্টোবর মাসে রেকর্ড হারে শুধুমাত্র জিএসটি বাবদ ১.৮ ৭ লক্ষ কোটি টাকা জিএসটি আদায় করেছে কেন্দ্র সরকার। যা চলতি বছরের দ্বিতীয় সর্বোচ্চ জিএসটি সংগ্রহের পরিমাণ বলেই দাবি করা হচ্ছে।

আরও পড়ুন : ‘হাসিনাকে আশ্রয় কেন?’ অনুপ্রবেশ ইস্যুতে অমিত শাহকে বেকায়দায় ফেললেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

শুক্রবার এক নভেম্বর সারা মাসের অক্টোবর মাসের জি এস টি বাবদ আয়ের যে তথ্য প্রকাশে এসেছে তাদেরকে জানাই আছে ৩৩ হাজার ৮২১ কোটি টাকা। আর একই সাথে জিএসটি বাবদ আদায়  হয়েছে ৪১ হাজার ৮৬৪ কোটি টাকা। এছাড়াও  ইন্টিগ্রেডেড আই জিএসটি এবং সেস থেকে যথাক্রমে ৯৯ হাজার ১১১ কোটি এবং ১২ হাজার ৫৫০ কোটি টাকা আয় হয়েছে।

GST
সব মিলিয়ে চলতি বছরের অক্টোবরে মোট জিএসটি আদায়ের পরিমাণ গত বছরের অক্টোবরের তুলনায় ৮.৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৩ সালের অক্টোবরে জিএসটিতে মোট আয়ের পরিমাণ ছিল ১.৭৪ লক্ষ কোটি টাকা যা এবছর বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৮৭ হাজার ৩৪৬ কোটি টাকায়। তবে চলতি বছরের এপ্রিলেই এখনও পর্যন্ত সরকারি কোষাগারে সবচেয়ে বেশি জিএসটি জমা পড়েছে। কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী সেই পরিমাণ ছিল ২.১০ লক্ষ কোটি টাকা।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর