কোরবা’র নাম শুনেছেন? অ্যাডভেঞ্চারের সাথে শিল্প মিশে যায় এখানেই! বিস্তারিত জানুন এক ক্লিকেই

বাংলাহান্ট ডেস্ক : শীত মানেই একরাশ উত্তেজনা আর মনোরম আবহাওয়াকে সঙ্গী করে ঘুরতে বেরিয়ে পড়া। তবে অনেকেই ভেবে পান না চেনা বৃত্তের বাইরে কোথায় কয়েকটা দিন কাটানো যায় প্রকৃতির কাছাকাছি। আজ আপনাদের তেমনই একটি জায়গার সন্ধান দিতে চলেছি। কোরবা (Korba) জেলা আজকাল বেশ জনপ্রিয় হয়ে উঠেছে পর্যটকদের কাছে।

কোরবাকে (Korba) ঘিরে বাড়ছে কৌতূহল

বিশেষ করে শীতে ছত্তিশগড়ের (Chhattisgarh) এই জেলার বিভিন্ন দর্শনীয় স্থানে ভিড় বাড়ে পর্যটকদের (Tourist)। প্রাকৃতিক শোভার পাশাপাশি শৈল্পিক অবদানের জন্য যথেষ্ট প্রখ্যাত কোরবা (Korba)। প্রকৃতির কোলে কয়েকটা দিন কাটানোর জন্য শীতকালে আপনার সেরা বিকল্প হতে পারে এই জেলার বিভিন্ন দর্শনীয় স্থান (Tourist Spot)।

আরোও পড়ুন : ‘আমাকে ওরা ফাঁসাচ্ছে..,’ বাংলাহান্টের ক্যামেরায় বিস্ফোরক সঞ্জয়! আর জি কর কাণ্ডে নয়া মোড়?

• কাঙ্কি : প্রাচীন কঙ্কেশ্বর মহাদেব মন্দির রয়েছে এই গ্রামে। স্বয়ম্ভু শিবলিঙ্গ রয়েছে এই মন্দিরে। এই মন্দিরে গেলে ইতিহাস আর সংস্কৃতির এক অপূর্ব মিলনক্ষেত্রের সাক্ষী থাকা যাবে।

চৈতুরগড় : এখানকার মহিষমর্দিনী মন্দির যথেষ্ট পরিচিত পর্যটকদের কাছে। বিশালাকার মাইকাল পর্বতের মাঝে অবস্থিত এই মন্দির।

Korba

গোল্ডেন আইল্যান্ড : শান্ত ও নিরিবিলি পরিবেশ এই জায়গার অন্যতম বড় বৈশিষ্ট্য। এছাড়াও পর্যটকেরা এখানে অভিজ্ঞতা নিতে পারেন ক্যাম্পিং, ট্রেকিং এবং ফিশিংয়ের। সূর্যোদয় ও সূর্যাস্তের সময় সূর্য রশ্মি এখানে ঢেলে দেয় সোনার সৌন্দর্য। তাই এটিকে গোল্ডেন আইল্যান্ড নামে ডাকা হয়ে থাকে।

madwarani temple korba tourist place

দেবপাহাড়ি জলপ্রপাত : চোরনাই নদী সৃষ্টি করেছে দেবপাহাড়ি জলপ্রপাতের। অনেকের কাছে এই জলপ্রপাত গোবিন্দ ঝুলা নামেও পরিচিত। প্রতিবছর বিপুল পরিমাণ পর্যটক আসেন এই জলপ্রপাত দেখতে। এছাড়াও এখানে ট্রেকিং ও ক্যাম্পিংয়ের থ্রিলের আনন্দ উপভোগ করতে পারবেন।

কেন্দাই জলপ্রপাত : যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন তাদের কাছে এই জায়গাটি খুবই পছন্দের। সাথে করে খাবার নিয়ে গেলে অনায়াসে এখানে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায়।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর