বাংলাহান্ট ডেস্ক : কোনোদিন অভিনয় করেননি। যদিও তিনি তারকা সন্তান। ছোট থেকে বাবাকে দেখেছেন অভিনয় করতে, সংলাপ মুখস্থ করতে। এখন তিনি নিজে সেটে, ক্যামেরার সামনে। প্রয়াত অভিষেক চট্টোপাধ্যায় কন্যা সাইনা চট্টোপাধ্যায় (Saina Chatterjee)। বর্তমানে তাঁকে দেখা যাচ্ছে স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’ সিরিয়ালে। সূর্য এবং দীপার মেয়ে রূপার বড়বেলার চরিত্রে অভিনয় করছেন তিনি। কীভাবে পেলেন এই সুযোগ?
প্রথম সিরিয়ালে কেমন অভিজ্ঞতা সাইনার (Saina Chatterjee)?
আজকাল ডট ইন এর সঙ্গে সাক্ষাৎকারে সাইনা (Saina Chatterjee) অকপটে জানান, তাঁকে কোনো অডিশন দিতে হয়নি। কলটা এসেছিল তাঁর মায়ের। তিনি শুধু জানতেন অভিনয় করতে হবে। সেটে গিয়ে তাঁকে শুধু একটি স্ক্রিপ্ট পড়তে দেওয়া হয়েছিল। তারপরেই সোজা রূপার চরিত্র। সাইনা (Saina Chatterjee) জানালেন, প্রথম দিন খুব নার্ভাস ছিলেন। তবে সেটের সকলেই তাঁকে খুব সাহায্য করেছে। এমনকি তাঁকে নাকি সকলে ‘গোঁফ ছাড়া অভিষেক স্যার’ বলে ডাকেন।
আরো পড়ুন : ‘যেমন দেখায় আসলে তেমন নয়’, ‘অনুপমা’ রূপালির বিরুদ্ধে বিষ্ফোরক সৎ মেয়ে! দিলেন ভয়ঙ্কর ইঙ্গিত!
নিজেকে নিয়ে খুব সচেতন থাকেন অভিষেক কন্যা
প্রথম সিরিয়াল। প্রচণ্ড ব্যস্ততার মধ্যে সারাদিন কাটে সাইনার। ভোর পাঁচটায় ঘুম থেকে উঠে ছটার সময় জিমে যান তিনি। শুটিং শুরু হয় সকাল সাড়ে আটটা থেকে, চলে রাত নটা পর্যন্ত। সাইনা (Saina Chatterjee) জানান, আগে তিনি মোটা ছিলেন। নিজেকে নিয়ে সচেতন ছিলেন না। আর এখন জিম ছাড়া একদিনও থাকতে পারেন না। ডায়েটে ফাঁকি দেন না। এমনকি এই বয়স থেকেই বাদ দিয়ে দিয়েছেন বিরিয়ানি!
আরো পড়ুন : বাংলাদেশে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে পৈতৃক ভিটে, ধ্বংসস্তূপের মাঝেই জ্বলল ঋত্বিক ঘটকের জন্মদিনের বাতি
ভবিষ্যতে কী হওয়ার স্বপ্ন ছিল সাইনার?
ছোট থেকেই কি অভিনেত্রী হওয়ার স্বপ্ন ছিল? প্রশ্ন শুনেই সাইনার (Saina Chatterjee) উত্তর, ছোটবেলায় এটাই স্বপ্ন ছিল বটে। তবে বড় হতে হতে ইচ্ছাট কমে যায়। তার বদলে তাঁর আগ্রহ আসে সাইকোলজিতে। ভেবেছিলেন বড় হয়ে সাইকোলজিস্ট হবেন। কিন্তু এই সুযোগটা পেয়েই আবার স্বপ্নটা বদলে গিয়েছে।
যদিও সাইনা জানান, তাঁর বাবা অভিষেক চট্টোপাধ্যায় চেয়েছিলেন মেয়েও অভিনয়ে আসুক। তাই বাবার স্বপ্নটা সত্যি করতে পেরে তিনি খুশি। প্রথম সিরিয়ালেই অন্ধের চরিত্রে অভিনয়ের চ্যালেঞ্জ। বাবার প্রিয় ছবি ‘ব্ল্যাক’ দেখেই প্রস্তুতি নিয়েছেন বলেও জানান সাইনা।