ফের অনুব্রত গড়ে গেরুয়া শিবিরে যোগদান

বাংলা হান্ট ডেস্ক :জেলা জুড়ে কাটমানি প্রসঙ্গের মাঝে আবারও গেরুয়া শিবিরে যোগদান কয়েকশো সাধারন মানুষের। আজ বোলপুরের একটি বেসরকারি হোটেলে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এক বিশাল যোগদান মেলার আয়োজন করা হয়।

বোলপুর ও তার আসে পাশের এলাকার প্রায় ৫০০ জন সাধারন মানুষ যোগ দেন, তাদের হাতে দলের পতাকা তুলে দেন দেবজিত সরকার, বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি। এছাড়াও উপস্থিত ছিলেন বীরভূম জেলা বিজেপির সভাপতি রামকৃষ্ণ রায়, বিজেপি যুব মোর্চা রাজ্য সহ-সভাপতি ধ্রুব সাহা,

9422e da3d9866 986d 4c8e 9abe 7760b99bf00aজেলা যুব মোরচার সভাপতি শ্যামমোহন ঝাঁ ছাড়াও আরও বিশিষ্ট ব্যাক্তিবর্গ।

সম্পর্কিত খবর