কিছুতেই DA বাড়াচ্ছে না রাজ্য! এবার বড় পদক্ষেপ রাজ্য সরকারি কর্মীদের, চাপে সরকার?

বাংলা হান্ট ডেস্কঃ বছরের শুরু থেকেই একের পর এক সুখবর পেয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। সম্প্রতি ফের এক দফায় মহার্ঘ ভাতা বা ডিএ (Dearness Allowance) বৃদ্ধি করেছে কেন্দ্র। এবারে তিন শতাংশ বৃদ্ধি পেয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Government Employees) মহার্ঘ ভাতা পৌঁছেছে ৫৩ শতাংশে। ওদিকে কেন্দ্র দফায় দফায় ডিএ বাড়ালেও এখনও হাত-পা গুটিয়ে বসে রয়েছে রাজ্য সরকার। কবে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বাড়ানো হবে এই নিয়ে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে।

উৎসবের আবহে ফের ডিএ বৃদ্ধি করেছে কেন্দ্র (Central Government)। এই অবহে কর্ণাটকের রাজ্য সরকারি কর্মীরাও ডিএ বৃদ্ধির দাবি তুলে সরব হয়েছেন। এই মর্মে কর্ণাটক রাজ্য সরকারি কর্মীদের সংগঠনের সভাপতি সিএস সদাক্ষারী অর্থ দফতরের অতিরিক্ত মুখ্য সচিব এলকে আতিকের সঙ্গে দেখা করে এই বিষয়ে কথা বলেছেন।

এর আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে ডিএ বৃদ্ধির দাবি জানিয়েছিলেন কর্ণাটকের রাজ্য সরকারি কর্মীরা। এবারেও কি সেই পথেই হাঁটতে চলেছেন তারা? প্রসঙ্গত, লোকসভা ভোটের আগেই সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ (Dearness Allowance) বৃদ্ধি করেছিল কেন্দ্র সরকার। সেই সময় ৪% হারে ডিএ (DA) বৃদ্ধি করায় ৫০ শতাংশে পৌঁছয় মহার্ঘ ভাতা।

4 percent Dearness Allowance DA hike for this State Government employees

আরও পড়ুন: কপাল পুড়লো জেল ফেরত কেষ্টর! অনুব্রতকে নিয়ে এবার যা সিদ্ধান্ত নিলেন অভিষেক… শোরগোল

এদিকে সম্প্রতি আরও তিন শতাংশ হারে ডিএ বৃদ্ধি করা হয়েছে। ২০২৪ সালের ১ জুলাই থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ এবং পেনশনভগীদের ডিয়ারনেস রিলিফ বৃদ্ধি করা হয়েছে। আবার একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে, খুব শীঘ্রই অষ্টম পে কমিশন আসতে চলছে। চলতি মাসেই অষ্টম পে কমিশন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে দাবি করা হচ্ছে। জানা যাচ্ছে নভেম্বরে বসবে জয়েন্ট কনসাল্টেটিভ মেশিনারি বৈঠক। এই কমিটিতে কেন্দ্রীয় কর্মী এবং সরকারের প্রতিনিধিত্ব থাকে। সেখানে নয়া পে কমিশন নিয়ে কথা হতে পারে। সকলে ঐকমত্য হলে আগামী বছর বাজেটেই অষ্টম বেতন কমিশন গঠন করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর