বাংলা হান্ট ডেস্ক: বর্তমানে, ভারতীয় দল (India National Cricket Team) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৪ ম্যাচের T20 সিরিজ খেলছে। গত ৮ নভেম্বর থেকে ডারবানে খেলা ম্যাচ দিয়ে এই সিরিজ শুরু হয়েছিল। যেটিতে টিম ইন্ডিয়া ৬১ রানে জিতে যায়। তবে দ্বিতীয় ম্যাচে “মেন ইন ব্লু”-কে ৩ উইকেটে হারতে হয়েছে। এদিকে, ভারতীয় দলের পরাজয়ের অন্যতম কারণ ছিল অধিনায়ক সূর্যকুমার যাদবের নেওয়া একটি সিদ্ধান্ত।
এই কারণে পরাজিত হয়েছে ভারতীয় দল (India National Cricket Team):
সূর্যকুমারের একটি সিদ্ধান্তেই ঘটল বিপদ: আসলে, ওই ম্যাচে ভারত (India National Cricket Team) টসে জিতে প্রথমে ব্যাট করে পুরো ওভার খেলে ৬ উইকেট হারিয়ে ১২৪ রান করে। টার্গেট খুব একটা বড় না হলেও বরুণ চক্রবর্তীর দুর্ধর্ষ বোলিংয়ের কাছে নতি স্বীকার করে প্রোটিয়া ব্যাটাররা। ৪ ওভারের স্পেলে মাত্র ১৭ রান দিয়ে ৫ উইকেট নেন বরুণ। এমতাবস্থায়, ৮৬ রানের মধ্যে প্রোটিয়া দলের ৭ উইকেট পড়ে যায়। সেই সময়ে মনে হয়েছিল যে ভারতীয় দল সহজেই এই ম্যাচটি জিতে যাবে।
A thriller in Gqeberha as South Africa win the 2nd T20I by 3 wickets to level the series 1-1#TeamIndia will aim to bounce back in the next match
Scorecard – https://t.co/ojROEpNVp6#SAvIND pic.twitter.com/Cjw0ik0m4q
— BCCI (@BCCI) November 10, 2024
বিষ্ণোই এবং চক্রবর্তী তাদের স্পিন বোলিং দিয়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের সীমাবদ্ধ করেছিলেন। কিন্তু, সূর্য অক্ষর প্যাটেলের মতো তৃতীয় স্পিন বোলিং বিকল্প থাকা সত্বেও তাঁকে দিয়ে বোলিং করাননি। পরিবর্তে তিনি অর্শদীপ সিং এবং আবেশ খানকে দিয়ে বল করার সিদ্ধান্ত নেন। যা টিম ইন্ডিয়ার (India National Cricket Team) পরাজয়ের কারণ হয়ে ওঠে। ট্রিস্টান স্টাবস এবং গেরাল্ড কোয়েটজি ফাস্ট বোলারদের বিরুদ্ধে সহজে বড় শট খেলেন এবং তাঁদের দলকে জয়ের দিকে নিয়ে যান। অক্ষর প্যাটেল মাত্র একটি ওভার বল করেছিলেন। এদিকে, সূর্যের এহেন সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই এবার উঠছে প্রশ্ন।
জানিয়ে রাখি, প্রথমে খেলতে নেমে হতাশাজনক পারফর্ম করেন ভারতীয় ব্যাটাররা। সঞ্জু স্যামসন (০) থেকে শুরু করে অভিষেক শর্মা (৪), সূর্যকুমার যাদব (৪), তিলক ভার্মা (২০), রিঙ্কু সিং (৯)-এর মতো তারকা ব্যাটাররা দুর্ভাগ্যজনকভাবে ফ্লপ হয়েছিলেন। তবে, হার্দিক পান্ডিয়ার ৪৫ বলে ৩৯ রানের অপরাজিত ইনিংসের সাহায্যে টিম ইন্ডিয়া (India National Cricket Team) ৬ উইকেট হারিয়ে ১২৪ রান করতে সফল হয়।
আরও পড়ুন: জল্পনাই হল সত্যি! অধিনায়ক রোহিত শর্মা হলেন “আউট”, অস্ট্রেলিয়া সিরিজের আগে বড় ধাক্কা টিম ইন্ডিয়ার
এই রান তাড়া করতে নেমে ওই ইনিংসে দক্ষিণ আফ্রিকা ১৯ ওভারে ৭ উইকেট হারিয়ে লক্ষ্যে পোঁছে যায়। শুধু তাই নয়, এই সিরিজে সমতাও আনে প্রোটিয়ারা। সিরিজের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১৩ নভেম্বর।