চরমে গোষ্ঠীকোন্দল! এবার মমতাকে বিস্ফোরক রিপোর্ট অভিষেকের! ফাঁস হতেই শোরগোল

বাংলা হান্ট ডেস্কঃ চব্বিশের লোকসভা নির্বাচনে এবার রাজ্যজুড়ে উঠেছিল সবুজ ঝড়। ২৯টি আসনে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। আরও ৩টি আসনে জয়ী হতে পারতো, তবে গোষ্ঠীকোন্দলের জেরে খুব কম ব্যবধানে সেখানে পরাজিত হয়েছে জোড়াফুল শিবির। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) সম্প্রতি একটি রিপোর্ট পাঠিয়েছেন। সেখানে এমনই তথ্য উঠে এসেছে বলে খবর।

  • কী কী লেখা আছে অভিষেকের (Abhishek Banerjee) পাঠানো রিপোর্টে?

চোখের অস্ত্রোপচার সেরে দেশে ফেরার পর থেকেই ফের সংগঠনের কাজে জোর দিয়েছেন তৃণমূল সেনাপতি। ছাব্বিশের বিধানসভা ভোটের আগে দলকে এক সুতোয় বাঁধার তোরজোড় শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই বুথভিত্তিক তথ্য নিয়ে একটি রিপোর্ট বানানো হয়েছে বলে খবর। তৃণমূল সূত্রে জানা যাচ্ছে, দলনেত্রী মমতাকে বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) তা পাঠিয়ে দিয়েছেন অভিষেক।

চব্বিশের লোকসভা নির্বাচনের ফলাফলের প্রেক্ষিতে ওই রিপোর্ট বানানো হয়েছে বলে জানা যাচ্ছে। তৃণমূল সূত্রে খবর, গোষ্ঠীকোন্দল থেকে শুরু করে রাজ্যের একাধিক পুরসভার কথা সেখানে তুলে ধরা হয়েছে। লোকসভা ভোটে দেখা গিয়েছিল, বহু পুর এলাকায় পিছিয়ে রয়েছে রাজ্যের শাসক দল। অভিষেকের (Abhishek Banerjee) পাঠানো রিপোর্ট নাকি বলছে, কোনও কোনও পুর এলাকায় টাউন সভাপতি চেয়ারম্যানকে বিব্রত করেছেন, কোথাও আবার বুথের দায়িত্বে যে নেতা ছিলেন, তাঁর সঙ্গে খোদ নেতার সমস্যা ছিল। যে কারণে সমস্যার সম্মুখীন হয়েছে দল।

আরও পড়ুনঃ শ্লীলতাহানির অভিযোগ! আগাম জামিনের আর্জি সিভিক ভলেন্টিয়ারের! হাইকোর্ট বলল…

জানা যাচ্ছে, তৃণমূলের (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পাঠানো রিপোর্টে ৩টি লোকসভা কেন্দ্রের নাম উঠে এসেছে। বিষ্ণুপুর, বালুরঘাট এবং পুরুলিয়া আসনের ফলাফলের উল্লেখ সেখানে রয়েছে বলে খবর। এই ৩ কেন্দ্রেই অল্পের জন্য পরাজিত হয়েছে তৃণমূল।

Mamata Banerjee Abhishek Banerjee

বিষ্ণুপুর কেন্দ্রে সাড়ে ৫ হাজারের কিছু বেশি ভোটে জয়ী হয়েছেন পদ্ম প্রার্থী সৌমিত্র খাঁ। বালুরঘাটে ১০ হাজারের কিছু বেশি ভোটে বাজিমাত করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং পুরুলিয়ায় ১৭ হাজারের কিছু বেশি ভোটে জিতেছেন জ্যোতির্ময় সিং মাহাতো। জানা যাচ্ছে, এই পরাজয়ের দায় সবাইকে নিতে হবে, এই বার্তা দিয়েছেন অভিষেক (Abhishek Banerjee)। একইসঙ্গে গোষ্ঠীদ্বন্দ্ব দমন করতে তৃণমূল নেত্রীকে দ্রুত পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছেন তিনি। রাজনৈতিক মহলের অনুমান, ছাব্বিশের লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে শীঘ্রই তৃণমূলের সংগঠনে বড় রদবদল করা হতে পারে। ৬ আসনের বিধানসভা উপনির্বাচন মিটলেই এই পদক্ষেপ নেওয়া হতে পারে বলে অনুমান করছেন অনেকে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর