শুভেন্দুকে মারতে রাশিয়া থেকে আনা হয়েছে স্প্রে! প্রাণ নাশের আশঙ্কা অর্জুন সিংয়ের 

বাংলা হান্ট ডেস্ক: সুদূর রাশিয়া থেকে আনা বিস্ফোরক দিয়েই প্রাণে মেরে ফেলা হবে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) আর অর্জুন সিং-কে। বৃহস্পতিবার হাজিরার জন্য CID অফিসে রওনা দেওয়ার আগেই এই বিস্ফোরক দাবি করেছেন অর্জুন। বছর চারেক আগে ভাটপাড়া পৌরসভার একটি মামলায় এদিন অর্জুনকে তলব করেছিল সিআইডি। হাজিরার জন্য রওনা দেওয়ার আগেই এদিন অর্জুনের এই বিস্ফোরক দাবি প্রশ্ন তুলছে সিআইডির ভূমিকা নিয়ে।

শুভেন্দুকে (Suvendu Adhikari) মারতে রাশিয়া থেকে স্প্রে এসেছে, দাবি অর্জুনের

বুধবারে ৫ জেলার ছয় কেন্দ্রের ছিল উপনির্বাচন। ওইদিনই নৈহাটির ভাটপাড়ায়  এক তৃণমূল নেতাকে গুলি করে খুন করা হয়েছে বলে অভিযোগ। তারপরেই বৃহস্পতিবার খুনের আশঙ্কা প্রকাশ করলেন অর্জুন সিং.  তিনি দাবি করেছেন রাশিয়া থেকে কেমিক্যাল আনা হয়েছে যা দিয়ে নাকি তাঁকে আর শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) প্রাণে মেরে ফেলা হবে।

অর্জুনের দাবি সিআইডি জেরার সময় তাঁর বসার টেবিলে ওই কেমিক্যাল স্প্রে করে দেওয়া হবে। তাই যদি আগামী তিন চার মাসের মধ্যে তাঁর কোনো ক্ষতি হয়ে যায় তাহলে তার জন্য দায়ী  থাকবে সিআইডি। এদিন প্রাণ নাশের আশঙ্কা প্রকাশ করে অর্জুন সিং এর অভিযোগ তিনি নাকি খবর পেয়েছেন তাঁকে প্রাণে মেরে ফেলার পরিকল্পনা করা হচ্ছে।

অর্জুনের দাবি, ‘বিশ্বস্ত সূত্র মারফত আমি খবর পেয়েছি শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) আর অর্জুন সিংয়ের মতো লোকেদের ওরা কোনভাবে আটকাতে পারছে না।  তাই এবার প্রাণে মেরে ফেলার চক্রান্ত হয়েছে। এমন কেমিক্যাল রাশিয়া থেকে স্মাগলিং করে আনা হয়েছে যা দিয়ে প্রাণে মেরে ফেলা হবে।’

আরও পড়ুন : বছর শেষেই ‘লক্ষ্মী লাভ’! ৬ বছর পর বেতন বাড়ল ‘কর্মবন্ধু’দের, কত টাকা পাবেন তাঁরা?

 কিভাবে কাজ করবে ওই কেমিক্যাল?

অর্জুনের দাবি তদন্তের নামে ডেকে পাঠানোর পর এই কাজ করবে সিআইডি। এটা নাকি এমন একটা কেমিক্যাল যা শরীরের স্পর্শ করলেই শরীরের মধ্যে বিষ ঢুকে যায়।অর্জুনের কথায় এই কেমিকাল চেয়ার টেবিলের স্প্রে করে দেওয়ার পর সেই টেবিল চেয়ারের হাত লাগলে ছয় মাসের মধ্যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে যাবে।

Arjun

অর্জুনের দাবি শুভেন্দু অধিকারী আর তিনি ছাড়াও আরও চারজনকে মেরে ফেলার একটা চক্রান্ত চলছে। কিন্তু কারা সেই বাকি চারজন? তাদের নাম অবশ্য এখনই প্রকাশে আনেননি অৰ্জুন।


Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর