বাংলা হান্ট ডেস্কঃ ‘তরুণের স্বপ্ন’ চুরি নিয়ে বিগত কয়েকদিন ধরেই বিস্তর চর্চা চলছে। শুরু হয়ে গিয়েছে ট্যাব কেলেঙ্কারির তদন্ত। এর মাঝেই এবার এবার জানা গেল, রাতারাতি পুরসভার (Balurghat Municipality) ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গিয়েছে সরকারি টাকা। প্রায় ১৫ লক্ষ টাকা গায়েব হয়ে গিয়েছে বলে অভিযোগ।
আচমকাই গায়েব রাজ্যের এই পুরসভার (Balurghat Municipality) টাকা!
ঘটনাটি ঘটেছে বালুরঘাট পুরসভায়। ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বালুরঘাট শাখায় বালুরঘাট পুরসভার অ্যাকাউন্ট (Bank Account) থেকে রাতারাতি প্রায় ১৫ লক্ষ টাকা উধাও হয়ে গিয়েছে বলে অভিযোগ। পুরসভার ৩টি চেকের মাধ্যমে এই টাকা তোলা হয়েছে বলে খবর। যদিও পুরসভা কর্তৃপক্ষের দাবি, যে ৩টি চেকের মাধ্যমে টাকা তোলা হয়েছে বলে দাবি, সেগুলি তাদের কাছেই রয়েছে।
সংশ্লিষ্ট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র জানাচ্ছেন, পুরসভার (Municipality) ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ১৪ লাখ ৪০ হাজার টাকার বেশি উধাও হয়ে গিয়েছে। বৃহস্পতিবার বিকেলে নিজের অফিসে বসে ৫৩৭৭১, ৫৩৭৭২ এবং ৫৩৭৭৩ নম্বরের ৩টি চেক দেখান তিনি। বলেন, এগুলি এখনও ব্যাঙ্কে জমা পড়েনি। অথচ এই নম্বরের চেক দিয়েই পুরসভার অ্যাকাউন্ট থেকে প্রায় সাড়ে ১৪ লক্ষ টাকা অন্য একটি অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে।
আরও পড়ুনঃ অপেক্ষার অবসান! বাড়ল DA, কত শতাংশ? অবশেষে বড় ঘোষণা সরকারের
গতকাল রাতে ওই অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে বলে জানিয়েছেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান। তাঁর প্রশ্ন, ব্যাঙ্ক কর্তৃপক্ষ কীভাবে ওই অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করে দিল? ইতিমধ্যেই বালুরঘাট থানা, জেলা পুলিশ সুপার এবং জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন অশোকবাবু।
পুরসভার (Balurghat Municipality) অ্যাকাউন্ট থেকে লক্ষাধিক টাকা গায়েব হয়ে যাওয়ার এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই মুখ খুলেছেন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বালুরঘাট শাখার ম্যানেজার বিক্রান্ত কুমার। তিনি বলেন, এই ঘটনা কীভাবে ঘটেছে সেটা জানা নেই। পুরসভা থেকে এই বিষয়ে জানানো হয়েছে। অভিযোগ আসা মাত্রই তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ব্যাঙ্ক ম্যানেজার। একইসঙ্গে বলেছেন, বিষয়টি তদন্ত করে দেখা হবে।