বাংলা হান্ট ডেস্কঃ পেনশনের টাকায় সংসার চলে এদেশের বহু মানুষের। চাকরি থেকে অবসরের পর অনেকেই পেনশনের (Pension) ওপর আর্থিকভাবে নির্ভরশীল হয়ে পড়েন। এবার এই নিয়েই সামনে আসছে নয়া খবর! জানা যাচ্ছে, বর্ধিত হারে পেনশনের প্রক্রিয়া বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এই মর্মে ‘অলিখিত নির্দেশ‘ চলে গিয়েছে বলে খবর।
বর্ধিত হারে পেনশন (Pension) নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের!
রিপোর্ট বলছে, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের (EPFO) পক্ষ থেকে দেশের প্রত্যেকটি আঞ্চলিক অফিসে নির্দেশ চলে গিয়েছে। যদিও কোনও লিখিত নির্দেশ নয়, বরং মৌখিকভাবে নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। জানানো হয়েছে, আপাতত বর্ধিত হারে পেনশন প্রদানের কাজ বন্ধ রাখতে হবে।
একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে সূত্র উদ্ধৃত করে দাবি করা হয়েছে, ইতিমধ্যেই দফতরের মধ্যে বর্ধিত হারে পেনশনের হিসেবের বিষয়ে কিছু সমস্যা দেখা দিতে শুরু করেছে। শুধু তাই নয়, তা প্রদানের মতো যথেষ্ট টাকা কোষাগারে আছে কিনা সেটা নিয়েও একটা সংশয় আছে। সেসব কারণে আপাতত কেন্দ্রের (Central Government) তরফ থেকে বর্ধিত হারে পেনশন প্রদানের বিষয়টি স্থগিত রাখতে বলা হয়েছে বলে খবর।
আরও পড়ুনঃ রাতারাতি গায়েব লাখ লাখ টাকা! কোথায় যাচ্ছে? বাংলার এই পুরসভার ‘কাণ্ড’ ফাঁস হতেই তোলপাড়
এদিকে এর আগে এই নিয়ে এদেশের সর্বোচ্চ আদালত তথা সুপ্রিম কোর্টের অবমাননার মতো গুরুতর অভিযোগ উঠেছে। তাই যতক্ষণ না সম্পূর্ণ প্রক্রিয়ায় স্বচ্ছতা আসছে, ততক্ষণ অবধি এই প্রক্রিয়া বন্ধ রাখা হবে বলে জানা যাচ্ছে। তবে অনুমান করা হচ্ছে, শুধু স্বচ্ছতা নয়, বর্ধিত হারে পেনশন দেওয়ার ক্ষেত্রে কেন্দ্রের কাছে টাকা জোগাড় করাটাও হয়তো একটা বাড়তি চাপ হয়ে দাঁড়াচ্ছে। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সব মিলিয়ে, আপাতত বর্ধিত হারে পেনশন (Pension) দেওয়ার প্রক্রিয়া বন্ধ রাখার পক্ষপাতী কেন্দ্রীয় সরকার। লিখিতভাবে না হলেও মৌখিকভাবে এমনই নির্দেশ পাঠানো হয়েছে। এদিকে এই খবর প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জোর চর্চা।