বাংলা হান্ট ডেস্কঃ রেশন দুর্নীতি (Ration Scam) জেলবন্দি অবস্থাতেই ফের বেজায় অসুস্থ রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্ৰিয় মল্লিক (Jyotipriya Mallick)। ফুলবাগানের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাকে। গত কয়েকদিন ধরেই শ্বাসযন্ত্রের সমস্যা নিয়ে ওই হাসপাতালে ভর্তি রয়েছেন জ্যোতিপ্ৰিয়। শ্বাসযন্ত্রের সমস্যা নিয়ে গত চারদিন ধরেই ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন জ্যোতিপ্ৰিয়। সূত্রের খবর, বর্তমানে প্রাক্তন মন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও এখনও তেমন উন্নতি হয়নি।
ইএম বাইপাস লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে জ্যোতিপ্ৰিয় ওরফে বালুর। চিকিৎসক শ্যামাসিস বন্দ্যোপাধ্যায়ের অধীনে ভর্তি রয়েছেন তিনি। সূত্রের খবর, সম্প্রতি জেলেই অসুস্থ হয়ে পড়েন জ্যোতিপ্ৰিয়। নাক,মুখ দিয়ে গলগল করে রক্ত বেরতে থাকে। তার প্রেশার অনেকটাই বেড়ে যায়। তাই কোনো রকম ঝুঁকি না নিয়ে সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেই সময় প্রাক্তন মন্ত্রীর শারীরিক অবস্থায় বেশ সংকটজনক ছিল বলে জানা গিয়েছে।
হাসপাতাল সূত্রে খবর, জ্যোতিপ্রিয় মল্লিকের কিডনি, ডায়বেটিসের সমস্যা রয়েছে। এছাড়াও তার শরীরে একাধিক জটিল সমস্যা রয়েছে। এদিকে গতকালই ব্যাঙ্কশাল আদালতে রেশন দুর্নীতি মামলার শুনানি ছিল। সেই সময় মন্ত্রীকে হাসপাতালে ভর্তি করানোর বিষয়টি জানায় সংশোধনাগার কর্তৃপক্ষ। যেহেতু ইডি তাকে গ্রেফতার করেছিল তাই হাসপাতালে ভর্তি থাকার বিষয়টি ইডিকে আগে থেকে না জানানোয় অসন্তোষ প্রকাশ কেন্দ্রীয় এজেন্সি। আগামী ২০ নভেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।
আরও পড়ুন: ‘যারা টাকা পায়নি…’! ট্যাব কেলেঙ্কারি নিয়ে অবশেষে মুখ খুললেন মমতা! বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
প্রসঙ্গত, গত বছর অক্টোবর মাসে রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী। তারপর থেকে জেলেই দিন কাটছে তার। তবে দীর্ঘ এই সময়ের মধ্যে একাধিকবার অসুস্থ হয়ে পড়েন জ্যোতিপ্ৰিয়। যদিও আগের থেকে শারীরিক সমস্যা রয়েছে বালুর। সুস্থ থাকতে ওষুধ খেতে হয় তাকে। প্রাক্তন মন্ত্রীর রক্তচাপের সমস্যা রয়েছে। কিডনিজনিত সমস্যাও রয়েছে। জ্যোতিপ্রিয়ের (Jyotipriya Mallick) অসুস্থতার কথা আদালতেও উল্লেখ করেছেন তার আইনজীবী। অতীতে এই অসুস্থতার কারণ দেখিয়ে একাধিকবার জামিনেরও আবেদন করেছেন জ্যোতিপ্ৰিয়।