‘আজ যদি আসতেন …’ কেন এক মঞ্চে থাকছেন না কেষ্ট-শতাব্দী?

বাংলা হান্ট ডেস্কঃ এক সময় অনুব্রত মন্ডলের (Anubrata Mondal) গড় বলে পরিচিত ছিল বীরভূম। গরু পাচার মামলায় কিছুদিন আগেই জামিন পেয়েছেন কেষ্ট (Anubrata Mondal)। তারপর বীরভূমে ফিরলেও বঙ্গ রাজনীতিতে তাঁর ক্যারিশমা আজকাল অনেকটাই ফিকে। অন্যদিকে ২০২৪ এর লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন  তৃণমূল সাংসদ শতাব্দী রায়।

অনুব্রত মন্ডলের (Anubrata Mondal) সাথে এক মঞ্চে কেন থাকছেন না শতাব্দী?

জয় লাভের পর তৃণমূল নেত্রী বলেছিলেন, ‘কেষ্টদা’র সঙ্গে দেখা করে আসবো’। কিন্তু অনুব্রত মন্ডল জেল থেকে বেরিয়ে আসার পর এখনও পর্যন্ত দেখা হয়নি তাঁদের। বিষয়টা নজর নজরে আসতেই রাজনৈতিক মহলেও উঁকি দিচ্ছে বেশ কিছু প্রশ্ন। তবে কি অনুব্রত ফিরে আসায় খুশি হননি শতাব্দী? রবিবার রামপুরহাটে একটি দলীয় সভায় উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ।

সেখান থেকেই এদিন তিনি জানালেন কেন এখনও পর্যন্ত কেষ্টর সঙ্গে দেখা হয়নি তাঁর। প্রসঙ্গত অনুব্রত মন্ডল যখন জেল থেকে ছাড়া পেয়েছিলেন তখন শতাব্দি বলেছিলেন, ‘ভালো খুব ভালো। যে কর্মীদের সঙ্গে ওর সম্পর্ক ভালো তারা খুশি।’সেদিন থেকেই বঙ্গ রাজনীতির অলিন্দে ঘুরপাক খাচ্ছিল একটাই প্রশ্ন। যেহেতু শতাব্দি রায় বলেছেন ‘যাঁদের সঙ্গে সম্পর্ক ভালো’ তাই প্রশ্ন উঠতে শুরু করেছে শুধু যাঁদের সাথে অনুব্রত মন্ডলের সম্পর্ক ভালো তারাই খুশি?

আরও পড়ুন: ‘আমার জমি দখল করেছে…’! TMC কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক আফরোজ

নিজের গড়ে ফিরে এসে জেলায় একাধিক বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান করেছেন অনুব্রত। কিন্তু তার সাথে এক মঞ্চ  ভাগ করতে দেখা যায়নি শতাব্দি বা কাজল কাওকেই।কিন্তু কেন আজ পর্যন্ত অনুব্রত মন্ডলের সাথে দেখা করেননি শতাব্দী? এই প্রশ্নের জবাবেই  শতাব্দী এদিন স্পষ্ট বললেন, ‘হ্যাঁ দেখা হয়নি। ওঁর সঙ্গে মিটিং হয়নি। আজ যদি আসতেন তখন দেখা হত।’

Anubrata Mondal

এছাড়াও, এদিন কোর কমিটির বৈঠকের প্রসঙ্গ টেনে এনে  শতাব্দী বললেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তের উপর দল চলে। এর উপরে কিছু বলার নেই। আমি শুনেছি অনুব্রত মণ্ডল কোর কমিটির সদস্য হয়েছেন। ছ’জন ছিল সাত জন হয়েছেন। চেয়ার পার্সন হলে আমরা জানতে পারব।’


Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর