বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) মেয়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য সংক্রান্ত মামলায় রিপোর্ট জমা করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। সেই মতো শীর্ষ আদালতে রিপোর্ট জমা দিল রাজ্য। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাত জন আইপিএস অফিসারের নাম জমা দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টে।
উল্লেখ্য, সোমবার সুপ্রিম কোর্টে বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভুয়ানের বেঞ্চে অভিষেকের মেয়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য সংক্রান্ত মামলার শুনানি রয়েছে। অভিষেকের মেয়েকে কুৎসিত ভাষায় আক্রমণের মন্তব্যকে সমর্থন করে হাততালি দেওয়ার অভিযোগে দুই মহিলাকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ ওঠে, হেফাজতে থাকাকালীন ওই দুই মহিলাকে ব্যাপক মারধর করে পুলিশ। এরপরই হাইকোর্টের দ্বারস্থ হন তারা। অভিযোগের ভিত্তিতে হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল।
আরও পড়ুন: চরম সীমা পার! যৌনাঙ্গ কেটে ঢোকানো মুখে, উত্তরবঙ্গে নৃশংসভাবে খুন স্কুল শিক্ষক
এরপরই সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। গোটা ঘটনায় রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করে তদন্ত করার স্বপক্ষে সওয়াল করা হয়। গত সোমবার এই মামলা শুনানির জন্য উঠলে সুপ্রিম কোর্ট হাই কোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ দেয়।
আরও পড়ুন: অপেক্ষার অবসান! অবশেষে ৩ শতাংশ মহার্ঘ ভাতা বাড়ল সরকারি কর্মীদের, মিলবে বকেয়াও
গত শুনানিতে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, রাজ্যকে সাত জন আইপিএস অফিসারের (IPS Officer) নাম জমা দিতে হবে। যার মধ্যে পাঁচ জন মহিলা অফিসার থাকবেন। আদালত জানিয়েছিল, রাজ্যের বাইরে কাজ করছেন, এমন আইপিএস অফিসারদের নাম দিতে হবে। যদিও তারা পশ্চিমবঙ্গ ক্যাডারের হতে পারবেন। এরপরই আদালতের নির্দেশ মতো শনিবার সাত অফিসারের নামের তালিকা দিয়েছে রাজ্য।