বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূল যুব নেতাকে আক্রমণ তৃণমূলের সাংসদের! রবিবার ডোমজুড় উৎসবের মঞ্চ থেকে তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যকে নিশানা করেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। টিএমসিপি সভাপতির পদ থেকে তৃণাঙ্কুরকে সরানো উচিত, তাঁর আমলে ছাত্র পরিষদ ঠিকভাবে কাজ করছে না বলে অভিযোগ তোলেন প্রবীণ নেতা। এবার এই নিয়ে প্রতিক্রিয়া দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
তৃণাঙ্কুরকে ঝাঁঝালো আক্রমণ কল্যাণের (Kalyan Banerjee)!
রিপোর্ট অনুযায়ী, আরজি কর কাণ্ডের প্রেক্ষিতে হুমকি সংস্কৃতির কারণে যে সকল মেডিক্যাল শিক্ষার্থী সাসপেন্ড হয়েছিলেন, তাঁদের নিয়ে মুখ না খোলার কারণেই তৃণাঙ্কুরকে (Trinankur Bhattacharya) নিশানা করেন কল্যাণ। থ্রেট কালচারের অভিযোগে যে সকল মেডিক্যাল পড়ুয়া সাসপেন্ড হয়েছিলেন, তাঁরা টিএমসিপির সঙ্গে যুক্ত বলে অভিযোগ উঠেছিল বহু ক্ষেত্রে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের সময় এই নিয়ে মুখ খুলেছিলেন অনিকেত মাহাতো, দেবাশিস হালদাররা।
The battle gradually comes to an end behind the clouds. As it reaches the final stage, the ruling @AITCofficial in Bengal is now witnessing internal conflicts coming to light almost every day!
Ignoring the organizational discipline of the party, Trinamool’s Chief Whip in the Lok… pic.twitter.com/dddmQ6rs0r
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) November 17, 2024
এই নিয়েই তৃণাঙ্কুরকে আক্রমণ শানালেন কল্যাণ (Kalyan Banerjee)। শ্রীরামপুরের সাংসদ এদিন বলেন, ‘তৃণমূল ছাত্র পরিষদের এতগুলো ছেলে সাসপেন্ড হয়ে গেল, অথচ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতির মুখ থেকে কোনও কথা নেই! অবিশ্বাস্য! আমি কল্পনা করতে পারছি না। এর মাথায় কার আশীর্বাদের হাত রয়েছে যে এখনও অবধি টিএমসিপির সভাপতি থাকে?’
আরও পড়ুনঃ খাকি উর্দিতে তৃণমূলের অনুষ্ঠান মঞ্চে হাজির পুলিশ আধিকারিক! ভিডিও পোস্ট করে আক্রমণ সৌমিত্র খাঁ-র
এখানেই না থেমে টিএমসিপি সভাপতির পদ থেকে তৃণাঙ্কুরকে সরানোর দাবিও তোলেন কল্যাণ। তাঁর আমলে তৃণমূল (Trinamool Congress) ছাত্র পরিষদ কাজ করছে না বলে অভিযোগ করেন তিনি। তৃণমূল ছাত্র পরিষদের সভাপতির কাজ তাঁকে এবং কুণালকে করতে হচ্ছে বলে অভিযোগ করেন এই সাংসদ আইনজীবী। তাঁর কথায়, ‘বাচ্চা বাচ্চা ছেলেমেয়েগুলোর পাশে কেউ নেই। ওরা আমার কাছে আসছে। তবে আমি দলের কোনও কর্মীর ওপর অন্যায় হতে দেব না’।
এদিকে কল্যাণ (Kalyan Banerjee) ‘ভার্সেস’ তৃণাঙ্কুর দ্বন্দ্ব নিয়ে ইতিমধ্যেই এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পদ্ম নেতা লেখেন, ‘শাসক তৃণমূল কংগ্রেসের ভেতরের দ্বন্দ্ব রোজই এখন প্রকাশ্যে চলে আসছে। লোকসভায় তৃণমূল কংগ্রেসের চিফ হুইপ কল্যাণ বন্দ্যোপাধ্যায় দলের শৃঙ্খলাভঙ্গ করছেন। অভিষেক পন্থী যে কোনও বয়সি নেতাকে তিনি আক্রমণ করতে ব্যস্ত। সংসদে সংঘাতের পর বিদ্রোহী তৃণমূল সাংসদ বর্তমানে ফুল ফর্মে রয়েছেন। স্থানীয় মঞ্চ থেকে উনি এখন নিত্যদিন সরব হচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায়, এটা ভীষণ মজার’।