জমাবেন ৫ লাখ, হাতে আসবে ১৫ লক্ষ টাকা! কতদিন সময় লাগবে জানেন? জাস্ট মাথায় রাখুন এই ফর্মুলা

বাংলাহান্ট ডেস্ক : দীর্ঘমেয়াদের কমপাউন্ডিংয়ে আজকের ফকির কাল রাজা হয়ে যেতেও পারে। হয়ে যেতে পারেন রাতারাতি বড়লোক। তবে তার জন্য বিনিয়োগ শৃঙ্খলা বজায় রাখতে হবে। ঝুঁকি থাকা সত্ত্বেও মিউচুয়াল ফান্ড (Mutual Fund) এখন বেশ জনপ্রিয়। বিরাট অংকের লাভ (Profit) হওয়ার যেমন একটা সম্ভাবনা থাকে তেমন লোকসানের আশঙ্কাও থাকে।

মিউচুয়াল ফান্ডে (Mutual Fund) বিনিয়োগ 

তবে দীর্ঘমেয়াদী বিনিয়োগ (Investment) করলে লোকসানের ঝুঁকি বেশ কমে যায়। দীর্ঘমেয়াদী বিনিয়োগ করলে প্রায় ১২ শতাংশ হারে রিটার্ন পাওয়া যায়। সর্বনিম্ন বলতে প্রায় ১০ শতাংশ। বলা ভালো, স্মল সেভিংস স্কিমের থেকে অনেক বেশি রিটার্ন পাওয়া যায় মিউচুয়াল ফান্ডে। তাই ব্যাংক বা পোস্ট অফিসে নিরাপত্তা ছেড়ে বর্তমানে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করছেন বহু বিনিয়োগকারী।

List of top five Mutual Fund

সবচেয়ে আসল বিষয় হলো, কমপাউন্ডিংয়ের সুবিধা সবচেয়ে ভাল বোঝা যায় মিউচুয়াল ফান্ডে (Mutual Fund)। স্মল সেভিংস স্কিমের থেকেও বেশি। তাই মিউচুয়াল ফান্ডের এত জনপ্রিয়তা। যে টাকা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেছেন সেই টাকা কবে তিনগুণ হবে? এই নিয়ে অনেকের ধারণা নেই। এক্ষেত্রে বেশ কার্যকরী ‘রুল অফ ১১৪’। এই গণনা করা যায় রিটার্নের হার থেকে।

আরোও পড়ুন : টাকা মিলবে, তবে…! রাজ্য সরকারি কর্মীদের বকেয়া DA নিয়ে বড় আপডেট! নয়া নির্দেশিকা অর্থ দফতরের

মাসে ২৫ হাজার টাকা, ৪০ হাজার বা ৫০ হাজার টাকা ইনকাম (Income) করলে, বিনিয়োগকারী মোটা কপার্স জমাতে পারেন কমপাউন্ডিংকে ব্যবহার করে। অর্থনৈতিক বিশ্লেষকরা জানান, প্রতিমাসে যা আয় হয় তা থেকে ১০ শতাংশ বিনিয়োগ করা প্রয়োজন। শুধু তাই নয়, বার্ষিক পাঁচ শতাংশ হলে বিনিয়োগ বাড়াতে হবে। তবেই অবসর গ্রহণের পর আর চিন্তা করতে হবে না। মোটা টাকার মালিক হতে পারবেন বিনিয়োগকারী।

HDFC Mutual Fund

‘রুল অফ ১১৪’ কি ? বিনিয়োগের পরিমাণ কত দিনে তিন গুণ হবে তা জানার সহজ উপায়। এটা গণনা করা হয়, নির্দিষ্ট হারে রিটার্নের উপর ভিত্তি করে। ফর্মুলাটি হল ১১৪/ প্রত্যাশিত রিটার্নের হার = তিনগুণ হওয়ার বছর। মনে করা যাক, কোন একটি বিনিয়োগ থেকে বছরের ১০ শতাংশ হারে রিটার্ন পাচ্ছেন। এবার সেই স্কিমে কোন ব্যক্তি যদি পাঁচ লাখ টাকা বিনিয়োগ করেন তাহলে কত বছরে তার টাকা তিনগুণ হবে? ফর্মুলা অনুসারে ১১৪/১০ = ১১.৪। অর্থাৎ টাকা তিনগুণ হতে ১১ বছর ৪ মাস সময় লাগবে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর