বাংলা হান্ট ডেস্ক: আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি ২০২৪ এ। যাকে বলে ডিজিটাল যুগ। উন্নতির সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছি আমরা। আজকাল মানুষ টিভি দেখে কিংবা বই পড়ে অবসর সময় কাটান না। বরং সোশ্যাল মিডিয়াই অবসরের সঙ্গী। তবে যেমন অবসরের সঙ্গী বদলেছে, তেমনি বদলেছে যানবাহনেরও সঙ্গী। আজ মানুষকে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে দেশ-বিদেশ ভ্রমণ করতে হয় না। কারণ বিজ্ঞানের হাত ধরে আবিষ্কার করা হয়েছে বিমান (Airplane)। এক দেশ থেকে আরেক দেশে পৌঁছানোর সব থেকে গুরুত্বপূর্ণ একটি যান।
তবে বিমানে করে চলাফেরা করলেও অনেকেই এখনো পর্যন্ত বিমান সম্পর্কে অনেক কিছুই জানেন না। আচ্ছা বলুন তো এমন কোন স্থান রয়েছে যার উপর দিয়ে বিমান চলাচল করে না। ৯৯% মানুষই এর উত্তর দিতে পারবেন না। তবে ভারতেই রয়েছে সেই স্থান। আসলে পৃথিবীতে এমন অনেক স্থান রয়েছে যেখানে নিরাপত্তার স্বার্থে বিমান (Airplane) চলাচল নিষিদ্ধ। তেমনি আমাদের ভারতেও এমনই একটি স্থানে এমন নিষেধাজ্ঞা রয়েছে। এমন কি সেই স্থানের সঙ্গে আপনারা বহু পরিচিত।
ভারতের কোন স্থানের (Airplane) উপর দিয়ে বিমান চলাচল করে না:
তাজমহল: ভারতের ঐতিহ্যময় স্থান হচ্ছে তাজমহল। আর দিল্লির আগ্রায় অবস্থিত এই তাজমহলের উপর দিয়ে বিমান (Airplane) চলাচল নিষিদ্ধ। বিশ্বের সপ্তম আশ্চর্যের স্থান আগ্রার তাজমহল। তাজমহলের সৌন্দর্য উপভোগ করতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন পর্যটকরা। তথ্যসূত্রে জানা যায়, সরকারি ইমারত ও যাত্রীদের নিরাপত্তার স্বার্থেই ২০০৬ সাল থেকে ওই এলাকাটিতে ভারত সরকার ‘নো ফ্লাই জোন’ ঘোষণা করেছেন। এছাড়াও তাজমহলের যাতে কোনো ক্ষতি না হয় সেজন্যও এই ব্যবস্থা।
আরোও পড়ুন : আসল বন্ধু কে? বুঝিয়ে দেবে চাণক্য নীতি
শুধু তো তাজমহল নয় বিশ্বের মধ্যে এমন অনেক জায়গা রয়েছে যেগুলিতে বিমান (Airplane) চলাচল নিষিদ্ধ। সেগুলি কি কি দেখুন:
তিব্বত: বিশ্বের মধ্যে সর্বোচ্চ অঞ্চলের মধ্যে তালিকার শীর্ষে রয়েছে তিব্বত। তিব্বতের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৬ হাজার ফুট। যেহেতু গোটা দেশটি উঁচু উঁচু পাহাড়ে ঢাকা। তাই তিব্বতকে “নো ফ্লাই জোন” তালিকায় রাখা হয়েছে। যদিও মাঝেমধ্যে বাণিজ্যিক বিমান (Airplane) চলাচল করে ঠিকই। তবুও খুব কম।
মক্কা: ইসলাম ধর্মালম্বীদের কাছে অত্যন্ত পবিত্রতম শহর হচ্ছে মক্কা। জানা গিয়েছে ইসলামদের পবিত্র স্থান বলে এই শহরের উপর দিয়েও বিমান (Airplane) চলাচল নিষিদ্ধ। আর যদি ভুলবশত এখান দিয়ে বিমান চলাচল করে তাহলে সেই এয়ারলাইনকে জরিমানা গুনতে হয়।
মাচু পিচু: মাচু পিচু শহরেও বিমান চলাচল নিষিদ্ধ বলেই জানা গিয়েছে। কারণ এই শহরটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। তাই এই শহরের সৌন্দর্যের রক্ষার্থেই বিমান (Airplane) চলাচল নিষিদ্ধ করা হয়েছে।
ডিজনিপার্ক: বিশ্বের মধ্যে আকর্ষণীয় এবং বিনোদন কেন্দ্রগুলির মধ্যে অন্যতম ডিজনি পার্ক। জানা গিয়েছে পর্যটকদের নিরাপত্তা স্বার্থে ক্যালিফোর্নিয়ার ডিজনি পার্কে বিমান (Airplane) চলাচল নিষিদ্ধ। যদিও বর্তমানে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকার ডিজনি পার্ক গুলিতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
লিওনেল মেসির বাড়ি: শুনলে অবাক হবেন বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসির বাড়ির উপর দিয়েও বিমান (Airplane) চলাচল নিষিদ্ধ। জানা যায়, মেসির গোপনীয়তার সুবিধার্থেই নাকি সেখানে বিমান চলাচল নিষিদ্ধ।