বাংলা হান্ট ডেস্কঃ রাজ্য মেডিক্যাল কাউন্সিলকে চিঠি স্বাস্থ্য ভবনের (Swasthya Bhaban)। দীর্ঘদিন ধরেই কাউন্সিলের রেজিস্ট্রার পদে মানস চক্রবর্তীর নিয়োগ নিয়ে সরব ছিল রাজ্যের সকল চিকিৎসক সংগঠন। এমনকি রাজ্যের সবচেয়ে বড় ডাক্তারদের সংগঠন তথা খোদ ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের তরফ থেকেও বেশ কয়েকবার রেজিস্ট্রারের ‘পুনর্নিয়োগ’ নিয়ে স্বাস্থ্য ভবনকে বলা হয়েছিল। এবার রাজ্য মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রার পদ থেকে মানস চক্রবর্তীকে অপসারণের নির্দেশ দেওয়া হল।
কড়া সিদ্ধান্ত স্বাস্থ্য ভবনের (Swasthya Bhaban)!
জানা যাচ্ছে, রাজ্য মেডিক্যাল কাউন্সিলের (West Bengal Medical Council) চেয়ারম্যান ডাঃ সুদীপ্ত রায়কে চিঠি পাঠিয়েছে স্বাস্থ্য ভবন। সেখানে বলা হয়েছে, ২০১৯ সালে কাউন্সিলের রেজিস্ট্রার পদে মানসের যে পুনর্নিয়োগ হয়েছিল, সেটা বৈধ নয়। তাই এবার অবিলম্বে তাঁকে সেই পদ থেকে সরাতে হবে। একইসঙ্গে রেজিস্ট্রার পদে নতুন কাউকে নিয়োগের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য দফতরের অতিরিক্ত সচিব ডাঃ অনিরুদ্ধ নিয়োগী।
এদিকে ২০১৯ সাল থেকেই রাজ্যের সকল সরকারি বেসরকারি চিকিৎসক সংগঠনের তরফ থেকে রেজিস্ট্রার পদ থেকে মানসের অপসারণের দাবি জানানো হচ্ছে। তাদের বক্তব্য ছিল, আইন অনুসারে মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পর একজন ব্যক্তিকে রেজিস্ট্রার পদে এতদিন রাখা যায় না।
আরও পড়ুনঃ ‘অপদার্থ রাজ্য সরকার’! অনুপ্রবেশ ইস্যু নিয়ে সরব! তৃণমূলকে ফালাফালা আক্রমণ রুদ্রনীলের
কাউন্সিলের রেজিস্ট্রার পদে মানস চক্রবর্তীর নিয়োগ অবৈধ বলে দেওয়ায় ২০১৯ সালের পর থেকে যে সকল ডাক্তাররা পাশ করে রেজিস্ট্রেশন নম্বর পেয়েছেন, তাঁদের ভবিষ্যৎ প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে। কারণ তাঁরা মানসের কাছ থেকে নিজেদের রেজিস্ট্রেশন নম্বর পেয়েছেন। ফলে সেই সকল রেজিস্ট্রেশনের আইনি বৈধতা প্রশ্নের সম্মুখীন হয়ে গেল বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে আবার রাজ্য মেডিক্যাল কাউন্সিলের মনোনীত সদস্য শান্তনু সেনকে পদ থেকে সরানোর কথা বলে স্বাস্থ্য ভবনে (Swasthya Bhaban) চিঠি দিয়েছেন কাউন্সিলের চেয়ারম্যান ডাঃ সুদীপ্ত রায়। বলা হয়েছে, পরপর ৬ বার কাউন্সিলের বৈঠকে গরহাজির ছিলেন শান্তনু! কাউন্সিলের নিয়ম উল্লেখ করে সুদীপ্ত জানিয়েছেন, কোনও সদস্য যদি পরপর ৩টি বৈঠকে হাজির না থাকেন, তাহলে তাঁর সদস্যপদ বাতিল হবে। তাই সেই হিসেবে শান্তনুর সদস্যপদ বাতিল করার আর্জি জানিয়েছেন সুদীপ্ত। একইসঙ্গে সেই জায়গায় নতুন কাউকে মনোনীত করার অনুরোধও করেছেন কাউন্সিলের চেয়ারম্যান।